Howrah: পুজোর আগে বন্ধ হাওড়ার জুটমিল, কাজ হারালেন প্রায় ৬০০ শ্রমিক, বড়ো আন্দোলনের হুঁশিয়ারি

People's Reporter: শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষের তরফ থেকে অতিরিক্ত কাজ করিয়ে নিতে চাইত। সেটা না করায় তাঁদের না জানিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে কারখানায়।
পুজোর আগে বন্ধ হাওড়ার জুটমিল
পুজোর আগে বন্ধ হাওড়ার জুটমিলছবি - সংগৃহীত
Published on

হাতে আর মাত্র কয়েকটা দিন। তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। কিন্তু তার আগেই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল হাওড়ার একটি জুট মিলের কারখানা। ফলে পুজোর আগেই কর্মহারা হয়ে পড়লেন বহু শ্রমিক। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকেই ওই জুট মিলের সামনে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান শ্রমিকেরা। দ্রুত সমস্যার সমাধান না হলে দেওয়া হয়েছে বড়ো আন্দোলনের হুঁশিয়ারিও।

ঘটনাটি ঘটেছে হাওড়ার দাসনগর এলাকার ভারত জুটমিলে। বৃহস্পতিবার সকালে কাজে গিয়ে গেটের সামনে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিশ ঝোলানো দেখতে পান শ্রমিকেরা। এরপরেই কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকেরা। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষ অতিরিক্ত কাজ করিয়ে নিতে চাইত। সেটা না করায় তাঁদের না জানিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে কারখানায়।

অন্যদিকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে পাল্টা শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। জুটমিলের কর্তৃপক্ষের বক্তব্য, তাঁত বিভাগের কর্মীরা কাজ না করে ধর্মঘট করছিলেন। সেই কারণে উৎপাদনের পরিমাণ কমে যাওয়ায় বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।

তবে জুটমিল কবে খুলবে সেবিষয়ে কিছু জানানো হয়নি ওই বিজ্ঞপ্তিতে। জুটমিলের গেটে ঝোলানো বিজ্ঞপ্তিতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আবেদন করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, স্বাভাবিক পরিবেশ ফিরে না আসা পর্যন্ত জুটমিলে কাজ বন্ধ থাকবে।

এদিকে জুটমিল বন্ধ হওয়ায় কাজ হারিয়েছেন প্রায় ৫০০ জন শ্রমিক। তাঁদের মধ্যে কেউ কেউ তো আবার পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। যার ফলে সমস্যায় পড়েছেন সকলেই। এই পরিস্থিতির দ্রুত সমাধান না করলে বড়ো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকেরা।

পুজোর আগে বন্ধ হাওড়ার জুটমিল
আগামী দু'মাস ধর্মতলায় জমায়েতে নিষেধাজ্ঞা, পুলিশের নির্দেশের বিরোধিতা করে আদালতে CPIM ও ডক্টরস ফোরাম

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in