Weather Update: ফের নিম্নচাপের ভ্রূকুটি বঙ্গোপসাগরে, আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর

People's Reporter: আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৯ অক্টোবর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকতে পারে। তবে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি।
ফের নিম্নচাপের ভ্রূকুটি বঙ্গোপসাগরে
ফের নিম্নচাপের ভ্রূকুটি বঙ্গোপসাগরেছবি - নিজস্ব
Published on

ফের নিম্নচাপের ভ্রূকুটি বঙ্গোপসাগরে। আগামী সপ্তাহেই সেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। এছাড়া সমুদ্র উত্তাল থাকবে। উঁচু ঢেউয়ের সর্তকতা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং উত্তর উপকূলীয় তামিলনাড়ুতে একটি নিম্নচাপ রয়েছে। ওই এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যা ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে এবং শক্তিক্ষয় করবে। এরপর আগামী ২০ অক্টোবর ফের একটি ঘূর্ণাবাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর আন্দামান সাগরে। যার ফলে ২২ অক্টোবর মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপ অঞ্চল তৈরি হলে সেটা ক্রমশ উত্তর-পশ্চিম দিকে সরবে। এর প্রভাব পড়তে পারে পূর্ব উপকূল সংলগ্ন রাজ্যগুলিতে। তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কিনা সেবিষয়ে এখনও কিছু জানায়নি আবহাওয়া দপ্তর। তবে পরিস্থিতির দিকে নজর রাখছে। অন্যদিকে, উত্তর বাংলাদেশ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরে যে ঘূর্ণাবর্তটি ছিল, তার শক্তি কমেছে।

এছাড়া, আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৯ অক্টোবর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকতে পারে। তবে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে সমুদ্রসৈকতে থাকা স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও সতর্ক করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সমুদ্রের ঢেউয়ের উচ্চতা পাঁচ ফুট পর্যন্ত হতে পারে।

অন্যদিকে, শুক্রবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in