মালদা: BJP প্রার্থীকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার দলীয় নেতা

গত ১৮ এপ্রিল নির্বাচনী কার্যালয়ে গুলিবিদ্ধ হন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা। সেই ঘটনায় আর এক বিজেপির মণ্ডল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাকে গ্রেফতার করল পুলিশ।
নিতাই মণ্ডল
নিতাই মণ্ডলছবি সংগৃহীত
Published on

গত ১৮ এপ্রিল নির্বাচনী কার্যালয়ে গুলিবিদ্ধ হন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা। সেই ঘটনায় আর এক বিজেপির মণ্ডল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত নেতার নাম নিতাই মণ্ডল। এই ঘটনায় প্রাথমিকভাবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছিলো বিজেপি।

ওইদিন প্রচারের পর রাতে নির্বাচনী কার্যালয়ে বসেছিলেন বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা। দুষ্কৃতীদের গুলি তাঁর গলায় লাগে। সংকটজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত নেমে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে শুক্রবার রাতে গ্রেফতার করা হয় নিতাইকে।

প্রসঙ্গত, প্রার্থী ঘোষণার পর থেকেই মালদা বিধানসভা এলাকায় বিজেপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে আসে। গোপালচন্দ্রকে প্রার্থী হিসাবে মানতে পারেনি দলেরই একাংশ। পদত্যাগ করতে চেয়ে চিঠিও দেন নিতাই। তিনি নির্দল হিসেবেও দাঁড়াতে চাইলেও কোনও মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মালদা জেলার বিজেপি নেতৃত্ব।

এই ঘটনার পর বিজেপি প্রথমে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলে। যদিও সেই অভিযোগ সরাসরি খারিজ করে তৃণমূলের মালদা জেলার সভানেত্রী মৌসম নুর দাবি করেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে।

জেলা বিজেপির সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল জানান, আইন আইনের পথেই চলবে, যতদিন পর্যন্ত না অভিযুক্ত নিতাই মণ্ডল নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারবেন, ততদিন দল সব পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবিও জানান তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in