Bharat Jodo Nyay Yatra: বাংলায় রাহুলের ন্যায় যাত্রায় গোলমালের আশঙ্কা, মমতাকে চিঠি খাড়গের

People's Reporter: খাড়গেড় আর্জি, ‘‘আপনার কাছে অনুরোধ, রাহুল গান্ধীর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুন। এটা আপনাকে ব্যক্তিগত ভাবে লেখাই ভাল হবে বলে মনে হল আমার।’’
 মমতাকে চিঠি মল্লিকার্জুন খাড়্গের
মমতাকে চিঠি মল্লিকার্জুন খাড়্গেরছবি সংগৃহীত
Published on

বর্তমানে জলপাইগুড়িতে প্রবেশ করেছে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। গত বৃহস্পতিবার আসাম থেকে কোচবিহারে প্রবেশের পর জরুরি কাছে দিল্লি ফিরে যান রাহুল গান্ধী। জানা যাচ্ছে, আগামী রবিবার তাঁর ফের ন্যায় যাত্রায় যোগ দেওয়ার কথা। এই আবহে ন্যায় যাত্রায় গোলমালের আশঙ্কা করছে কংগ্রেস। রাহুল যাতে সুষ্ঠ ভাবে ন্যায় যাত্রা সম্পন্ন করতে পারে, তা নিশ্চিত করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

কংগ্রেস সূত্রে খবর, আগামী রবিবার শিলিগুড়িতে ফের ন্যায় যাত্রায় যোগ দেবেন রাহুল গান্ধী। রবিবার ন্যায় যাত্রা জলপাইগুড়ির PW মোড় থেকে শিলিগুড়িতে কীভাবে পৌঁছবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে পুলিশি অনুমতি না মেলায়। সেই নিয়ে বিবাদের আবহে বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ‘ন্যায় যাত্রা’য় গোলমালের আশঙ্কা প্রকাশ করলেন খাড়গে।

কংগ্রেস সভাপতি চিটিতে লিখেছেন, ‘‘আমাকে জানানো হয়েছে, কিছু দুষ্কৃতী আবার আমাদের যাত্রায় গোলমাল করতে পারে। আমি জানি না, এর পিছনে রাজ্য প্রশাসনকে বিড়ম্বনায় ফেলার উদ্দেশ্য রয়েছে কিনা! নাকি যাত্রাভঙ্গের উদ্দেশ্য রয়েছে!’’

গান্ধী পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর ‘সুসম্পর্কের’ বিষয়টি চিঠিতে মনে করিয়ে খাড়গের আর্জি, ‘‘আপনার কাছে অনুরোধ, রাহুল গান্ধীর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুন। এটা আপনাকে ব্যক্তিগত ভাবে লেখাই ভাল হবে বলে মনে হল আমার।’’

 মমতাকে চিঠি মল্লিকার্জুন খাড়্গের
Sandeshkhali Case: ‘যা করেছে অন্যায় করেছে’ - শেখ শাহজাহানের সমালোচনায় ফিরহাদ হাকিম

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in