ছেলেমেয়েরা মুখ খুললে কে কত টাকা নিয়েছে সব বেরিয়ে আসবে, নাম না করে শুভেন্দুকে নিশানা মমতার

People's Reporter: মুখ্যমন্ত্রী বলেন, চাকরি বাতিল হওয়ার কয়েক দিন আগে একজন বাবু বলেছিলেন 'বোমা ফাটাব'। ওমা বলে কি না ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল!
শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়
শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরী বাতিল নিয়ে ফের একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুগড়ে দাঁড়িয়ে তাঁকেই বিঁধলেন তিনি। নাম না করে মমতার হুঁশিয়ার, “ওই ছেলেমেয়েরা মুখ খুললে কে কত টাকা নিয়েছে সব বেরিয়ে আসবে।“

বৃহস্পতিবার হলদিয়ায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কার্যত চাকরী বাতিল নিয়ে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, "চাকরি বাতিল হওয়ার কয়েক দিন আগে একজন বাবু বলেছিলেন 'বোমা ফাটাব'। আমরা ভাবলাম কোথাও থেকে হয়ত বোমা-গুলি কিনে রেখেছেন! ওমা বলে কি না ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল! আমি সেদিনই বলেছিলাম, ওদের সঙ্গে আছি, থাকব, আইনি লড়াই লড়ব, যা করতে হয় করব। মনে রাখবেন অন্যের ঘর ভাঙলে, নিজের ঘরও কিন্তু ভাঙে।“

এরপরেই নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিঁধে সভা থেকেই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, "এই ২৬ হাজার ছেলেমেয়ে মুখ খুলছে না...পাছে সত্যিটা বেরিয়ে পড়ে! কার কাছ থেকে কে, কত টাকা নিয়েছেন, তারা যদি একবার বলে দেয়, মেদিনীপুরের সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি! একদিন না একদিন বেরোবেই। আমাকে চুপচাপ বলে দেবেন।“

তিনি আরও বলেন, “কারও চাকরি যাবে না, কারও ক্ষতি হবে না। আমি কারও ক্ষতি করি না কোনও দিন। মানুষখেকো বাঘ দেখেছেন, চাকরিখেকো বাঘ দেখেছেন? আপনাদের জেলায় আছে। সাবধান। বোমা ফাটাবে, চাকরি খাবে, বড় বড় কথা বলবে।“

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট যেদিন ২৬ হাজার চাকরী বাতিলের নির্দেশ দেয়, টার আগের দিন বোমা ফাটবে বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। এরপর থেকে চাকরি বাতিল নিয়ে শুভেন্দুকে নিশানা করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মমতা বারংবার প্রশ্ন তুলেছেন, হাইকোর্ট বিজেপির লেখা রায়ই শুনিয়েছে কি না।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের ২৬ হাজার চাকরী বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআইকে অযোগ্য চাকরিপ্রার্থীদের খোঁজ শুরু করতে বলা হয়েছে। সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে দু’হাজার জনের নামের তালিকা তৈরি করা হয়েছে। এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে।

শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়
Lok Sabha Polls 24: ভোট মিটতেই উদ্ধার দিলীপ ঘোষের পোলিং এজেন্টের ঝুলন্ত দেহ! বিজেপির নিশানায় তৃণমূল
শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়
Jiban Krishna Saha: সুপ্রিম কোর্টে জামিন পেলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in