কেষ্টর ছোঁয়াতেই কোটিপতি মণীশ, বোলপুরের সব মৌজাতেই জমির মালিক অনুব্রত’র হিসাবরক্ষক!

মণীশ কোঠারিকে (Manish Kothari) আদালতে পেশ করে ইডি (ED) দাবি করেছে, কেষ্ট মণ্ডলকে ধরেই গত পাঁচ-সাত বছরে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন তিনি।
কেষ্টর ছোঁয়াতেই কোটিপতি মণীশ, বোলপুরের সব মৌজাতেই জমির মালিক অনুব্রত’র হিসাবরক্ষক!
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

তিনদিন আগে গ্রেপ্তার হওয়ার পর মণীশ কোঠারি (Manish Kothari) বলেছিলেন, তাঁর দোষ একটাই যে, তিনি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) হিসাবরক্ষক। শনিবার, সেই মণীশ কোঠারিকে (Manish Kothari) আদালতে পেশ করে ইডি (ED) দাবি করেছে, কেষ্ট মণ্ডলকে ধরেই গত পাঁচ-সাত বছরে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন তিনি।

ইডি সূত্রে খবর, বোলপুরে এমন কোনও মৌজা নেই যেখানে মণীশের জমি কেনা নেই। ২০১৬ সাল থেকে ২০২২ সাল, এই ৬ বছরে বোলপুরের বুকে আনুমনিক ১৫ কোটি টাকার জমি কিনেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কেষ্টর হিসাবরক্ষক। রূপপুর মৌজা, গোপালনগর, কঙ্কালীতলা, দারোকানাথপুর, সুরুল-সহ বোলপুরের প্রায় সব মৌজাতেই মণীশের জমি রয়েছে বলে খবর। ইডি সূত্রের খবর, ওই সব সম্পত্তির আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।

এছাড়া, বোলপুরের বাইরে রামপুরহাট, লাভপুর, মহম্মদ বাজারেও জমি ও সম্পত্তি রয়েছে মণীশ কোঠারির। একইসঙ্গে, ইডি জানিয়েছে, তারা কলকাতার নিউটাউনে অনুব্রতর হিসাব রক্ষকের একটি বড় অঙ্কের সম্পত্তির কথা জানতে পেরেছেন। তার পূর্ণাঙ্গ তথ্য জোগাড়ের প্রক্রিয়া চলছে।

ইডি সূত্রে খবর, বেশ কিছু বিষয়ে অনুব্রতের বিরুদ্ধে মুখ খুলেছেন মণীশ। অনেক তথ্যই জানিয়েছেন তিনি। কিন্তু, শুধুই কি অনুব্রতের হিসাবরক্ষক হয়ে কাজ করে এত টাকা উপার্জন করেছেন তিনি? না কি গরু পাচারের টাকা লেনদেনের পাশাপাশি তার ভাগ মণীশও পেয়েছেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কেষ্টর ছোঁয়াতেই কোটিপতি মণীশ, বোলপুরের সব মৌজাতেই জমির মালিক অনুব্রত’র হিসাবরক্ষক!
হাওয়া বদল! প্রায় ১৬ বছর পর নন্দীগ্রামে ‘গণশক্তি’র বোর্ড লাগালো সিপিআই(এম)

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in