উত্তর ২৪ পরগণার সন্দেশখালিতে তাঁর বাসভবনে অভিযান চালানোর সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকদের ওপর হামলার মূল পরিকল্পনাকারী তৃণমূল নেতা শেখ শাহজাহান-ই পশ্চিমবঙ্গের বিভিন্ন আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্তদের বিশাল আইনি খরচের তহবিলের যোগানদার। সূত্র অনুসারে, ইডি এই বিষয়ে নিশ্চিত তথ্য পেয়েছে বলে জানা গেছে।
অভিযুক্ত শাহজাহান প্রাথমিকভাবে তৃণমূল নেতা ও প্রাক্তন খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রধান আস্থাভাজন ছিলেন। বর্তমানে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন বিতরণ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন। সূত্র অনুসারে, শাহজাহান অভিযুক্তদের পক্ষে বিশাল আইনি খরচ জোগানোর প্রধান উত্স ছিলেন।
গত ২২ আগস্ট, ২০২৩ গোরু পাচার কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের অপর নেতা অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হবার পর তহবিল সংগ্রহের প্রধান উৎস হিসেবে তাঁর গুরুত্ব আরও বেড়ে যায়। গ্রেপ্তারের পর প্রাথমিক দিনগুলিতে অনুব্রত মন্ডলের আইনি খরচের জন্য গোপনে অর্থও যুগিয়েছেন শাহজাহান বলেও ইডি তথ্য পেয়েছে।
একজন রেশন ডিস্ট্রিবিউশন ডিলার হওয়ার পাশাপাশি, শাহজাহান উত্তর ২৪ পরগণার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি সন্দেশখালি এলাকার বেশিরভাগ মাছের ভেড়ির প্রধান পরিচালক বলেও জানা গেছে।
ইডি-র তদন্তের সূত্র অনুসারে, এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট-ভাটাগুলিতে কয়লা সরবরাহের ব্যবসার সঙ্গেও শাহজাহানের যোগাযোগ ছিল।
(Except for the headline, this story has not been edited by People's Reporter and is translated and published from a syndicated feed.)
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন