মতুয়াদের দুই ধর্মগুরু - শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম ভুল উচ্চারণের জন্য এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীকে চাইতে হবে। না হলে, ১৫ ফেব্রুয়ারি নবান্ন (Nabanna) অভিযানের হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক মতুয়া পরিষদ।
পরিষদের আহ্বায়ক সুকেশ চৌধুরী জানিয়েছেন, 'নিজের ভুলের জন্য আগামী সাত দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। এরমধ্যে ক্ষমা না চাইলে, আগামী ১৫ ফেব্রুয়ারি নবান্ন অভিযানের প্রস্তুতি নিচ্ছি আমরা। যে বাড়িতে মুখ্যমন্ত্রী একাধিকবার গেছেন। উনি সবই জানেন। উনি অনিচ্ছাকৃত ভুল করে বলেছেন বলে আমরা বিশ্বাস করি না।'
স্পষ্ট ভাষায় তিনি বলেন, 'টুইটারে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, ওই সময় অনিচ্ছাকৃতভাবে তাঁর (মুখ্যমন্ত্রীর) কথা জড়িয়ে গিয়েছিল। তাঁদের এই অযৌক্তিক কথা আমরা মানছি না। ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে বিবৃতি জারি করতে হবে।'
ভুল উচ্চারণের জন্য মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছে বিজেপিও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিয়ো টুইট করে লেখেন, 'হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে মতুয়া ও নমঃশূদ্র সমাজকে অপমানিত করা হয়েছে।' এই ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছে মতুয়া সম্প্রদায়ের একাংশ। শনিবারও, নদিয়ার তেহট্টে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন হয়েছে।
এই পরিস্থিতিতে নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বিবৃতি জারি করেছে তৃণমূল কংগ্রেস। যেখানে লেখা হয়, 'মতুয়া সম্প্রদায়ের মানুষদের ভীষণ সম্মান করে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট।'
একইসঙ্গে লেখা হয়, 'আমরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। বিরোধীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ক্লিপ ব্যবহার করে মতুয়াদের ভুল বোঝানোর চেষ্টা করছে। ওই সময় অনিচ্ছাকৃতভাবে তাঁর (মুখ্যমন্ত্রীর) কথা জড়িয়ে গিয়েছিল। আমরা মানুষকে অনুরোধ করছি, এমন কোনও প্ররোচনায় পা না দেওয়ার জন্য। আপনারা মনে রাখবেন, রাজ্য সরকার মতুয়া সম্প্রদায়ের কল্যাণের জন্য প্রচুর কাজ করেছে।'
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারী, মালদার গাজোলে এক প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে, মতুয়াদের ধর্মগুরুদের নাম উচ্চারণে ভুল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হরিচাঁদ ঠাকুর-কে 'রোঘুচাঁদ' এবং গুরুচাঁদ ঠাকুরকে 'গরুচাঁদ' বলে বসেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন