‘MLA ফাটাকেষ্ট’ (অভিনেতা মিঠুন চক্রবর্তী) জায়গা পেলেন রাজ্য বিজেপির কোর কমিটিতে। সোমবার, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা বিজেপির রাজ্য শীর্ষ কমিটির যে তালিকা প্রকাশ করেছেন তাঁতে নাম রয়েছে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গ বিজেপির নয়া কোর কমিটিতে মিঠুন চক্রবর্তী ছাড়াও রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, চার কেন্দ্রীয় মন্ত্রী - নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার এবং জন বার্লা। এছাড়া রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।
নয়া তালিকায় জায়গা পেয়েছেন - স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সাংসদ জ্যোতিময় সিং মাহাতো ও জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রথম বারের মতো বিজেপির শীর্ষ কমিটিতে জায়গা পেয়েছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তালিকা থেকে বাদ যায়নি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও বিধায়ক দীপক বর্মনের নামও।
জানা যাচ্ছে, এবারের কোর কমিটিতে মোট ২৪ জনের নাম রয়েছে। এর মধ্যে ২০ জন হলেন পশ্চিমবঙ্গের। বাকি চার জন হলেন বিশেষ আমন্ত্রিত সদস্য। তাঁরা হলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং দুই সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য ও আশা লাকরা।
তবে, সব কিছুকে ছাপিয়ে গেছে একদা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে সাংসদ হওয়া মিঠুন চক্রবর্তীর নাম। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি, নির্বাচনের প্রচারেও গিয়েছিলেন। আর, তারই ফল মিলল কোর কমিটির তালিকায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন