বিজেপির ভরাডুবির জন্য দায়ী 'অর্থ এবং নারী চক্র' - আবারও বিস্ফোরক মন্তব্য তথাগত রায়ের

তথাগত রায় টুইটারে লেখে , ‘‌৩ থেকে ৭৭”(এখন ৭০) গোছের আবোলতাবোল বুলিতে পার্টি পিছোবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক।'
তথাগত রায়
তথাগত রায়ফাইল ছবি সংগৃহীত
Published on

ফের বঙ্গ বিজেপির বিরুদ্ধে ভয়ানক অভিযোগ এনে টুইট করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। অর্থ এবং নারীর সঙ্গ-র জন্য দল পিছিয়ে পড়ছে বলে অভিযোগ করলেন তিনি। গত কয়েকদিন ধরেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়েছেন তথাগত।

কখনও বিজেপি নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছেন, কখনও দলীয় নীতি নিয়ে প্রশ্ন তুলে বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষকে নানাভাবে কটাক্ষ করেছেন। যদিও তিনি পাল্টা জবাব দেননি। তবে সমস্যা হলে তথাগতকে দল ছেড়ে দেওয়ার নিদান দিয়েছেন মেদিনীপুরের সাংসদ। এবার তাঁকেই নাম না করে ফের বিঁধলেন। বঙ্গ বিজেপির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনে তথাগতর স্পষ্ট কথা, অর্থ আর নারীর চক্রে নাকি ডুবেছে বিজেপি।

সোমবার ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় টুইটারে লেখে , ‘‌৩ থেকে ৭৭”(এখন ৭০) গোছের আবোলতাবোল বুলিতে পার্টি পিছোবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক।' তিনি আরও লেখেন, 'দলের নবনিযুক্ত সভাপতি ও বিরোধী দলনেতা— এঁরা দুজনে নেতৃত্ব দিন। পুরোনো চক্রে ফেঁসে থাকলে এখন যে পুরভোটের প্রার্থী পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থাই চলবে।’‌

প্রসঙ্গত, তথাগত এর আগে বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনে ভরাডুবির জন্য দিলীপ ঘোষের আলটপকা মন্তব্যকে দায়ী করেছিলেন। শুধু তাই নয়, নাম না করে দিলীপ ঘোষকে ‘‌দালাল’‌ও বলেছিলেন। এই টুইটে দিলীপ ঘোষকে নিশানা করে এই অবস্থা থেকে দলকে বের করে আনতে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরেই ভরসা রাখছেন তিনি।

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে তথাগত রায় নিয়ে বলতে গিয়ে পাল্টা বিতর্কে জড়িয়ে পড়েন দিলীপ ঘোষ। রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘এসব যারা বলে বেড়ান, তাঁদের শিক্ষা নিয়েই প্রশ্ন ওঠে। রামকৃষ্ণ দেব, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথাগত ভাবে খুব বেশি পড়াশোনা না করলেও গোটা বিশ্ব তাঁদের কথা শোনে, মনে রেখেছে। রামকৃষ্ণের বই পড়ি আমরা, আমাদের জীবন তৈরি করে সেগুলি। রবীন্দ্রনাথ ঠাকুরও অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছিলেন।'‌

তথাগত রায়
Tathagata Roy: কৈলাস বিজয়বর্গীয়কে ঘৃণা করি - ফের বিতর্কিত মন্তব্য তথাগত রায়ের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in