গোরু পাচারকাণ্ডে সিবিআই-র নজরে এবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। আর্থিক সম্পত্তির হিসেবনিকেশ সংক্রান্ত গরমিলের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বুধবার সকালেই বোলপুরের বাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পৌঁছাল সিবিআই।
গোরু পাচার মামলায় ইতিমধ্যেই ১০ দিনের সিবিআই হেফাজত হয়েছে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের। এরই মাঝে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কাছে এসেছে অনুব্রত এবং তাঁর কন্যা সুকন্যার বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ। পেশায় স্কুল শিক্ষিকা হওয়া সত্ত্বেও এত বিপুল পরিমাণ সম্পত্তি কীভাবে হতে পারে সেই নিয়েই এবার তদন্তে নামল সিবিআই।
সিবিআই সূত্রের খবর, সুকন্যা মণ্ডলের নামে শুধুমাত্র বোলপুরের নীচুপল্লি এলাকাতেই ১০টি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। সেগুলোর প্রত্যেকটিই কেনা হয়েছে ২০১৪ থেকে ২০১৬-র মধ্যে। অথচ মাত্র তিন বছর আগে চাকরি পেয়েছেন সুকন্যা। এছাড়াও অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ের নামে মোট দুটি কোম্পানির হদিশ পেয়েছে সিবিআই। কোম্পানি দুটির নাম নীড় ডেভলপার প্রাইভেট লিমিটেড এবং এএনএম এগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড। দুটি সংস্থারই বর্তমান ঠিকানা বোলপুর। ঠিক এই জায়গাতেই সন্দেহ প্রকাশ করেছেন গোয়েন্দা আধিকারিকরা।
পাশাপাশি সিবিআই সূত্র মারফত আরও জানা গেছে, ২০১৪ সালের পর থেকে অনুব্রত মণ্ডলের সম্পত্তির পরিমাণ ক্রমশই বেড়েছে। দুটি কোম্পানি ছাড়াও অনুব্রত এবং তাঁর মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে বিশেষ নজর দিয়েছে সিবিআই। গোয়েন্দা আধিকারিকদের বক্তব্য, আয়-ব্যয় সংক্রান্ত কোনও হিসেব তাঁরা মেলাতে পারছেন না।
বোলপুরের কালিকাপুরে হারাধন মণ্ডল রোডের যে ঠিকানায় দুটি কোম্পানির রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটা ভোলে বোম রাইস মিলের। সিবিআই সূত্রের খবর, এই রাইস মিলের মালিক মণ্ডল পরিবার এবং তার অন্যতম পার্টনার সুকন্যা। শুধু তাই নয়, নীড় ডেভেলপার প্রাইভেট লিমিটেড নামে ওই রিয়েল এস্টেট কোম্পানি তৈরি হয়েছিল ২০০৬ সালে। যার শেয়ার ক্যাপিটাল তখনই ছিল দেড় কোটি টাকা। এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের ঠিকানাতেই তৈরি হয়েছে এই রিয়েল এস্টেট কোম্পানি।
অন্যদিকে, বুধবার সকালে বোলপুর গিয়ে প্রথমেই অনুব্রতর হিসেবরক্ষক মণীষ কোঠারিকে ডেকে পাঠিয়েছে সিবিআই। সূত্রের খবর, শান্তিনিকেতনের পূর্বপল্লী গেস্ট হাউস নামের এক অতিথিশালায় ডেকে পাঠানো তাঁকে। এরপরই অনুব্রতর কন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়িতে পৌঁছাল সিবিআই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন