আর জি কর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকার অনুদান প্রত্যাখ্যান করেছে বেশ কয়েকটি ক্লাব। এবার নাট্য মেলার অনুদান প্রত্যাখ্যান করল মালদার এক নাট্যদল।
‘মালদা সমবেত প্রয়াস’ নামে ওই নাট্যদলটি বুধবার নাট্য একাডেমিতে একটি চিঠি দিয়ে অনুদান প্রত্যাখানের কথা জানিয়েছে। ওই চিঠির সঙ্গে সরকারের দেওয়া ৫০ হাজার টাকার চেকও ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। এবিষয়ে নাট্যদলের কর্ণধার শরদিন্দু চক্রবর্তী বলেন, ‘‘রাজ্যে যে ঘটনা ঘটেছে, তা কাম্য নয়। রাজ্য সরকারও এই ঘটনা ধামাচাপা দেওয়া থেকে শুরু করে দোষীদের আড়াল করার চেষ্টা করেছে। তার প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত।’’
আগামী ৩১ আগষ্ট এবং ১ সেপ্টেম্বর মালদায় একটি নাট্যমেলার আয়োজন করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে নাট্য মেলা স্থগিত করা হয়েছে। পরিবর্তে তারা ইংরেজবাজারের নজরুল সরণিতে নিজেদের উদ্যোগে পথনাটক করবেন বলে জানিয়েছেন।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকার অনুদান প্রত্যাখ্যান করেছে হুগলির উত্তরপাড়ার ৩টি পুজো কমিটি। হুগলির পাশাপাশি, অনুদান প্রত্যাখ্যান করেছে মুর্শিদাবাদে লালগোলার মহিলা পরিচালিত কৃষ্ণপুর সন্ন্যাসীতলা পুজো কমিটিও। দক্ষিণ ২৪ পরগনা জয়নগর-মজিলপুরের ৭ ও ১৪ নম্বর পল্লি সর্বজনীন শারদোৎসব কমিটিও অনুদান প্রত্যাখান করেছে। এর আগে অনুদান প্রত্যাখান করেছিল দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি। আজ সকালে অনুদান প্রত্যাখ্যান করার কথা জানিয়েছে গার্ডেনরিচের ‘মুদিয়ালি আমরা ক’জন’ ক্লাব কর্তৃপক্ষ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন