ফেব্রুয়ারীর ২ তারিখ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। উত্তরবঙ্গের দুর্গম অরণ্য এলাকায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এ বার বিশেষ বাসের ব্যবস্থা করছে রাজ্য সরকার। বুধবার সকালে বালুরঘাটে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার জন্য শিয়ালদা শাখার লোকাল ট্রেনে অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, “মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে, পূর্ব রেলের শিয়ালদহ শাখায়, বেশ কিছু ট্রেনে আমরা অতিরিক্ত স্টেপেজ দিয়েছি।“
বুধবার সকালে বালুরঘাটের সার্কিট হাউস থেকে হেঁটে হেলিপ্যাডে পৌঁছান তিনি। পথেই মুখ্যমন্ত্রী কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। সেখানে তিনি জানান, উত্তরের অরণ্য এলাকা থেকে ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, সে জন্য বাসের বন্দোবস্ত করছে রাজ্য সরকার। বাসে করে তারা পরীক্ষাকেন্দ্রে পৌঁছবে। তার পর পরীক্ষা দিয়ে আবার সেই বাসেই তাদের ফিরিয়ে দেওয়া হবে বাড়িতে।
অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষা ২ ঘণ্টা এগিয়ে আসায় শীতের সকালে সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীরা। সেই কথা মাথায় রেখে শিয়ালদা শাখায় স্টপেজ বাড়ানোর কথা জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, “এই সুবিধাটা থাকছে ২ ফেব্রুয়ারি, ৩ ফেব্রুয়ারি, ৫ ফেব্রুয়ারি, ৬ ফেব্রুয়ারি, ৮ ফেব্রুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১০ ফেব্রুয়ারি এবং ১২ ফেব্রুয়ারি।“
কোথায় কখন কোন ট্রেন দাঁড়াবে ?
৩১৮১৫ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি ৮ টা ২২ নাগাদ দাঁড়াবে জালালখালি।
৩১৮১৯ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি , পলতা-জগদ্দল-কাঁকিনাড়ায় দাঁড়াবে ৮:২২, ৮:২৯,৮:৪২ মিনিটে।
৩১১১১ শিয়ালদা-কাটোয়া লোকাল , জগদ্দল-কাঁকিনাড়ায় দাঁড়াবে ৮:৫৬, ৮:৫৮ মিনিটে।
৩৩৮১৯ শিয়ালদা-বঁনগা লোকাল, ৯:০১ মিনিটে বিভূতিভূষণ হল্ট-এ দাঁড়াবে
৩৩৩৬৩ বারাসাত-বঁনগা লোকাল সংহতি এবং বিভূতিভূষণ হল্ট-এ ৯:০৬ এবং ৯:২৯ মিনিটে দাঁড়াবে।
৩১৮২৫ শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল দুপুর ১ টা ০৫ নাগাদ দাঁড়াবে জালালখালি।
০৩১৮৩ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল দাঁড়াবে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া এবং পায়রাডাঙা-তে দুপুর ১ টা ১৩ মিনিটে, ১টা ২০মিনিটে, ১টা ২৮ মিনিটে এবং দুপুর ২ টা ১৪ মিনিটে।
৩১৭৬৯ রানাঘাট-লালগোলা ট্রেনটি জালালখালিতে দুপুর ১ টা ৩৮ মিনিটে দাঁড়াবে।
৩১৫২৩ শিয়ালদা-শান্তিপুর লোকাল জগদ্দলে দাঁড়াবে দুপুর ১ টা ৪৭ মিনিটে।
৩১৮২৭ শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল জালালখালিতে দাঁড়াবে দুপুরে ২ টা ১৭ মিনিটে।
০৩১৪০ রানাঘাট-শিয়ালদা স্পেশাল সকাল ৮টা ১৫, ৮ ১৭ এবং ৮ টা ২৫ মিনিটে কাঁকিনাড়া, জগদ্দল, পলতা স্টেশনে দাঁড়াবে।
৩১৮১৮ কৃষ্ণনগর সিটি-শিয়ালদা দাঁড়াবে সকাল ৮টা২৪ মিনিট এবং ৮টা ৩৪ মিনিটে জগদ্দল ও পলতায়।
৩১৮০২ কৃষ্ণনগর -শিয়ালদা লেডিস স্পেশ্যাল ৮ টা ৪৪ মিনিট নাগাদ জালালখালিতে দাঁড়াবে।
৩১৯১৬ গেঁদে-শিয়ালদা লোকাল কাঁকিনাড়া ও জগদ্দলে ৮ টা ৫৬ মিনিট এবং ৮ টা ৫৯ মিনিটে দাঁড়াবে।
৩১৮২০ কৃষ্ণনগর -শিয়ালদা লোকাল জালালখালিতে ৯ টা ০৪ মিনিটে দাঁড়াবে।
০৩১১৬ লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার স্পেশাল কাঁকিনাড়া, জগদ্দল, এবং পলতায় ৯ টা ৭ মিনিটে , ৯ টা ৯ মিনিটে এবং ৯ টা ১৬ মিনিটে দাঁড়াবে।
৩৩৩৬২ বঁনগা-বারাসাত লোকাল বিভূতিভূষণ হল্ট-এ সকাল ৯ টা ৩৩ মিনিটে দাঁড়াবে।
০৩১৯০ লালগোলা-শিয়ালদা স্পেশাল পায়রাডাঙা, কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতায় দুপুর ১ টা ২২ মিনিট, দুপুর ২ টা ৮ মিনিটে, দুপুর ২ টা ১০ মিনিট এবং দুপুর ২ টা ২১ মিনিটে দাঁড়াবে।
৩৩৮৩৬ বঁনগা-শিয়ালদা লোকাল বিভূতিভূষণ হল্ট-এ দুপুর ২ টা ১৮ মিনিটে দাঁড়াবে।
৩১৮২৮ কৃ্ষ্ণনগর-শিয়ালদা লোকাল জালালখালিতে দুপুর ২ টা ১৯ মিনিটে দাঁড়াবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন