জাল নিয়োগপত্র কান্ডে পুলিশের জালে একজন। গতমাসে আলিপুরদুয়ার বিদ্যুৎদপ্তরে শহরের এক যুবক নিয়োগপত্র নিয়ে যায় চাকুরীতে যোগদান করার জন্য। বাড়িতে বাড়িতে রিডিং নেওয়ার কাজ। নিয়োগপত্র দেখে সন্দেহ হয় বিভাগের আধিকারিকের। এর পরেই যুবককে জেরা করতেই জানা যায় সুদীপ ঘোষ নামে এক ব্যক্তি টাকার বিনিময়ে এই নিয়োগপত্র দিয়েছেন।
এরপর বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জাল নিয়োগপত্র নিয়ে অভিযোগ দায়ের হয়। গতকাল রাতে পুলিশ সুদীপ ঘোষকে গোপন ডেরা থেকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। এদিকে অভিযুক্ত সুদীপ ঘোষ আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের আপ্তসহায়ক বলে দাবি করে তৃনমুল কংগ্রেস।
তৃনমুল কংগ্রেসের দাবি এই জাল নিয়োগপত্র কান্ডে বিজেপি বিধায়কেরও হাত রয়েছে। আজ আলিপুরদুয়ার আদালত চত্ত্বরে প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্ত্তী বলেন বিজেপি বিধায়কের ঘনিষ্ট ব্যক্তি ধরা পরায় শহরের মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছেন। সকলে ভেবে ছিলেন সব কেস ধামাচাপা পড়ে যাবে। এদিকে বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন ধৃত ব্যক্তি বিজেপির কেউ নন। বিধায়কদের কোন আপ্তসহায়ক হয় না। এটা রাজনৈতিক চক্রান্ত করছে তৃনমুল কংগ্রেস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন