শুক্রবার সকাল থেকেই তৃণমূলের দুই মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযানে নামে ইডি। পরেশ অধিকারী, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাল্টা ইডি আধিকারিকদের কটাক্ষ করেন পরেশ অধিকারী। অফিসারদেরকে মমতা ব্যানার্জীর নির্দেশে মুড়ি খাওয়ানোর কথা বলেন তিনি।
এসএসসি দুর্নীতি মামলায় আজ সকাল থেকেই তৎপর হয়েছে ইডি। পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতে হানা দেয় ইডি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। পরেশ অভিযোগ করেন, অফিসাররা তাঁর পরিবারের সদস্যদের ফোন নিয়ে রেখে দিয়েছেন। তিনি যদি বাড়ি থাকতেন তাহলে ইডি আধিকারিকদের মমতা ব্যানার্জীর কথা মতো মুড়ি খাওয়াতেন।
অন্যদিকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। সূত্রের খবর, তল্লাশির পাশাপাশি জেরাও করা হয় তাঁকে। জেরায় অসুস্থ হয়ে পড়েন পার্থ। এসএসকেএম-এর চিকিৎসকরা আসেন তাঁর চিকিৎসা করতে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিথিশীল বলেই জানা যাচ্ছে। আট জনের ইডির দল পার্থর বাড়িতে তল্লাশি চালায়।
উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গাঙ্গুলীর বাড়িতেও ইডি তল্লাশি চালায়। এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা সহ বিশেষজ্ঞ কমিটির ৫ সদস্যের বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশী অভিযান চালান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন