গত বেশ কিছুদিন ধরে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির কাছাকাছি। কয়েকদিন তাপপ্রবাহও হয়েছে। যদিও সম্প্রতি সেই অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। এমতাবস্থায় দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরীর কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।
পূর্ভাবাস অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। রবিবার, ৮ মে তা গভীর নিম্নচাপরূপে উত্তর-পশ্চিম দিকে এগোবে। যার ফলে আন্দামান ও নিকোবর দীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের মতে, এই ঘূর্ণাবর্তের জেরেই সাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে ঢুকছে। এর জেরে শুক্রবার নাগাদ কলকাতা সহ দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার অর্থাৎ আজও সন্ধ্যের পর থেকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। সাথে ঝোড়ো হাওয়াও রয়েছে। গতবছর বজ্রপাতের কারণে রাজ্যের বিভিন্নপ্রান্তে বেশকিছু মৃত্যুর ঘটনা ঘটেছে, তাই আগে থেকেই জনগণকে সতর্ক করছে আবহাওয়া দপ্তর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন