বিজেপিতে যাওয়ার পর ফের তৃণমূলের আসা নেতাদের সংখ্যা নেহাত কম নয়। এবার সেই তালিকায় যুক্ত হল প্রবীর ঘোষালের নাম। বিজেপিতে থাকার সময়কাল তাঁরও অবশ্য খুব বেশি নয়। তাঁর এই দলে ফিরতে চাওয়ার ইচ্ছেকে কটাক্ষ করে বেইমান বলে তোপ দেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
গত কয়েকদিন ধরে তৃণমূলের একাধিক কর্মসূচিতে ফের দেখা যাচ্ছে প্রবীর ঘোষালকে। দলের মুখপত্র ‘জাগো বাংলা’য় মাঝেমাঝেই কলম ধরছেন। গত সপ্তাহে হুগলির কোন্নগরে বইমেলার অনুষ্ঠানে যান প্রবীর ঘোষাল। ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। শনিবার সেখানে গিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রবীরকে কটাক্ষ করে বলেন, 'আমি স্পষ্ট কথা বলি। ভাগ্যিস গত সপ্তাহে আসিনি। বেইমানদের সঙ্গে মঞ্চ ভাগ করতে পারব না। আমি কোনও নাটক করি না। তাতে কার ভালো লাগল, কার লাগল না, কিছু যায় আসে না। রাজনীতি একটা সিরিয়াস জায়গা।'
শেষ কিছুদিনে প্রবীর ঘোষাল নিজের আচরণেই বুঝিয়ে দিয়েছেন যে, বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে। ফের তৃণমূলের দিকেই ঝুঁকেছেন তিনি। তবে কল্যাণ বুঝিয়ে দিলেন, তিনি প্রবীরের ফেরাটাকে ভালভাবে নিচ্ছেন না।
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে তাবড় তাবড় নেতারা বিজেপিতে যোগদান করেন। নির্বাচনে নিরঙ্কুশ ক্ষমতা দখলের পর ফের একে একে তারা তৃণমূলে ফিরে আসতে শুরু করেন। সেই তালিকায় আছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডলের মতো নেতা। মুকুল রায়ও তৃণমূলে ফিরেছেন। সেই সময়ই তৃণমূল ছেড়ে ছিলেন প্রবীর ঘোষালও। তাদের পথে হেঁটেই আবার তৃণমূলে আসতে চলেছেন তিনি। এবার তার ঘর ওয়াপসি শুধু সময়ের অপেক্ষা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন