Gosaba: গোসাবার বিধায়ক নানা অজুহাতে টাকা তুলেছেন, টাকা ফেরত চেয়ে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

People's Reporter: তাঁদের অভিযোগ, বিধায়ক সুব্রত মণ্ডল স্থানীয়দের কাছ থেকে নানা অজুহাতে টাকা তুলেছিলেন। কিন্তু সেই টাকা আর ফেরত দেননি। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা তৃণমূলেরই সমর্থক এবং টাকা ফেরত চান।
গোসাবায় মন্ত্রীর সামনে বিক্ষোভ
গোসাবায় মন্ত্রীর সামনে বিক্ষোভছবি - সংগৃহীত
Published on

দক্ষিণ ২৪ পরগণার গোসাবায় সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরাকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। অভিযোগ, এলাকার বিধায়ক স্থানীয় মানুষদের কাছ থেকে টাকা তুলেছিলেন। কিন্তু পরে সেই টাকা আর ফেরত দেননি তিনি। কবে সেই টাকা ফেরত পাবে? সেই প্রশ্ন তুলে বিধায়কের সামনেই মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

‘ডানা’র প্রভাবে উপকূলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই পরিস্থিতি জানতে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় প্রশাসনিক বৈঠকে গিয়েছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। তাঁর সঙ্গে ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল-সহ অন্যান্য আধিকারিকরা। দুপুর ১২ টা নাগাদ বিডিও অফিসের সামনে পৌঁছাতেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

তাঁদের অভিযোগ, বিধায়ক সুব্রত মণ্ডল স্থানীয়দের কাছ থেকে নানা অজুহাতে টাকা তুলেছিলেন। কিন্তু সেই টাকা আর ফেরত দেননি। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা তৃণমূলেরই সমর্থক এবং টাকা ফেরত চান তাঁরা। বিক্ষোভকারীদের সঙ্গে মন্ত্রী কিছু সময় কথা বলেন। তাঁদের আশ্বাস দেন, ফিরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলবেন তিনি। মন্ত্রী বলেন, “আমি আজ সরকারি কর্মসূচিতে এসেছি। যদি আপনারা চান, আমি এখান থেকে ফিরে মুখ্যমন্ত্রীর কাছে ঘটনার কথা জানাব।“

কিন্তু মন্ত্রীর আশ্বাসে সন্তুষ্ট হননি বিক্ষোভকারীরা। তাঁরা জানতে চান কবে টাকা ফেরত পাবে। এই হট্টগোলের মধ্যে কিছুক্ষণের জন্য মেজাজ হারিয়ে ফেলেন মন্ত্রী। বিক্ষোভকারীদের ধমক দিয়ে তিনি বলেন, “একটিও বাজে কথা যদি কেউ বলেন, তাঁর রেহাই নেই। আমি মন্ত্রী হিসাবে এখানে এসেছি।”

শুধু তাই নয়, এদিন বিডিও অফিসে প্রবেশ করার সময় কটাক্ষের মুখে পড়েন অভিযুক্ত বিধায়কও। লোকসভা ভোটের সময় বিধায়ক কোথায় ছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসীরা। আড়ালে আবডালে বিধায়ক তাঁর অনুগামীদের দিয়ে বিজেপির হয়ে কাজ করিয়েছেন বলেও অভিযোগ উঠে আসে। বিক্ষোভকারীদের ভিড় থেকে ভেসে আসে “বিজেপির এমএলএ!” কটাক্ষ। কেউ আবার বলেন, “আপনি বিধায়ক হওয়ার যোগ্য নন।” যদিও পরে এ বিষয়ে গোসাবার বিধায়ক সংবাদমাধ্যমে জানান, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।

বিক্ষোভকারীরা বিধায়কের বিরুদ্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত। এই ঘটনার ফলে সুন্দরবনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসে গেল।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in