বোলপুরে সরকারি জমি দখলের অভিযোগ উঠলো স্থানীয় এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। যার জেরে কাউন্সিলর ও তাঁর ঘনিষ্ঠদের তৃণমূল কার্যালয়েই আটকে রেখে চড়াও হন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি ঘটেছে বোলপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের কাশিমপুর বাজার এলাকার বাসিন্দাদের অভিযোগ, ফাঁকা একটি জমিতে ছোটোরা খেলা করে, কেউ গবাদি পশু রাখে, সকাল বিকেলে অনেকেই হাঁটা চলা করে। জমিটি সরকারের খাস জমি। পুরসভার তরফ থেকে সেই জমিই ঘিরে ফেলা হচ্ছে। এই ঘটনার পেছনে রয়েছে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস সরকার।
তাঁরা আরও জানান, পুলিশও কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে ওই কাউন্সিলর। পুলিশ স্থানীয় ছেলেদের ওপর কাউন্সিলরের কথায় অত্যাচার করছে। উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া হবে না। কিন্তু পাড়ার ছেলেদের মারধর করা হবে কেন? প্রতিবাদে তৃণমূলের দলীয় অফিসেই কাউন্সিলর ও তাঁর দলবলকে আটকে রেখে বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। কাউন্সিলরের সাথে বাসিন্দাদের তীব্র বচসাও হয়।
যদিও ওই কাউন্সিলর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি কোনো বেআইনি কাজ করেননি। পুরসভা ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জমিটি ঘেরার কাজ শুরু করেছে। ওখানে জলের একটি প্রকল্প হবে বলেই শুনেছি। কোনো দোকান হবে না। যেদিন জমিটি ঘেরার কাজ শুরু হয় আমি ছিলাম না। পরে বাসিন্দারা সন্ধ্যা বেলায় এসে বিক্ষোভ দেখাতে থাকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন