পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। আজ চতুর্থী। মন্ডপে মন্ডপে মানুষের ভিড় জমেছে। কিন্তু এরই মধ্যে দফায় দফায় ভিজছে বাংলা। পুজোর মধ্যেও কি ভেজাবে বৃষ্টি? প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এরই মধ্যে মন খারাপের খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবারও হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের চার জেলায়। বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণের সব জেলাতেই, জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সর্তকতা। এছাড়া দক্ষিণের বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার কোনও সতর্কতা জারি করা হয়নি উত্তরের জন্য। তবে এদিনও দু’একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনও দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত অক্ষরেখা। সঙ্গে বঙ্গোপসাগরের উপর রয়েছে ঘূর্ণাবর্তও। যার কারণে সাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। সেই জন্যই কোথাও কোথাও এখনও বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।
আরও জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে সেই নিম্নচাপের প্রভাব অনেকটাই কমেছে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশী। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি কম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন