চিটফান্ড কেলেঙ্কারিতে আরও একজনকে গ্রেপ্তার করল ওড়িশা পুলিশ। রোজভ্যালি চিটফান্ডের রিজিওনাল ম্যানেজার বিক্রমজিত ভৌমিককে পশ্চিমবঙ্গ থেকেই গ্রেপ্তার করল ওড়িশা পুলিশের “ইকোনমিক অফেন্স উইং”।
“ইকোনমিক অফেন্স উইং” রোজভ্যালির রিজিওনাল ম্যানেজারকে কয়েক কোটি টাকা তছরুপের দায়ে মেদিনীপুর থেকে গ্রেপ্তার করেছে। কেস নং- EOW ১৫/২০১৩। তদন্ত প্রক্রিয়া চলছে” – এই মর্মে টুইট করেছে ওড়িশা পুলিশের ইকোনমিক অফেন্স উইং। সোমবার মেদিনীপুর থেকে গ্রেপ্তার করা হয় বিক্রমজিত ভৌমিককে। তারপর ট্রান্সিট রিমান্ডে তাকে ওড়িশার বালাসোর কোর্টে তোলা হবে। এমনটাই জানানো হয়েছে ওড়িশা পুলিশের তরফ থেকে।
ওড়িশা পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে – যেদিন থেকে এই চিটফান্ড মামলার কেস দাখিল হয়েছে, সেদিন থেকেই পলাতক ছিল বিক্রমজিত ভৌমিক। ওড়িশার সোরো ব্রাঞ্চ থেকে প্রায় ২.৮২ কোটি টাকা বিনিয়গকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল। এছাড়াও সারা ওড়িশা থেকেও কোটি কোটি টাকা সংগ্রহ করেছিল রোজভ্যালি। বেশির টাকাই বিনিয়োগকারীরা ফেরত পাননি বলে অভিযোগ।
এর আগে রোজভ্যালির চেয়ারম্যান গৌতম কুন্ডু এবং এমডি শিবময় দত্তকে এই কেসে রিমান্ডে নেওয়া হয়েছিল। সোরো ব্রাঞ্চের ম্যানেজার বাদল চন্দ্র করকেও গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, রোজভ্যালির প্রায় ৮৩ কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে এবং সম্পত্তি রয়েছে প্রায় ১১ কোটি টাকার। ইতিমধ্যে রোজভ্যালির বিরুদ্ধে ৪টি চার্জশিট পেশ করেছে ওড়িশা পুলিশের “ইকোনমিক অফেন্স উইং”।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন