Sandeshkhali: প্রাক্তন CPIM বিধায়ক নিরাপদ সর্দার আটক, সন্দেশখালি যাওয়ার পথে বাধার মুখে মীনাক্ষী

People's Reporter: নিরাপদ সর্দারের গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই বাঁশদ্রোণী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিআইএম সমর্থকরা। তাদের অভিযোগ বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে নিরাপদ সর্দারকে।
প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার গ্রেপ্তার, সন্দেশখালির পথে বাধার মুখে বাম প্রতিনিধিদল
প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার গ্রেপ্তার, সন্দেশখালির পথে বাধার মুখে বাম প্রতিনিধিদলনিজস্ব চিত্র, গ্রাফিক্স আকাশ
Published on

সন্দেশখালির ঘটনায় আটক করা হল প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারকে। রবিবার কলকাতার বাঁশদ্রোণী এলাকা থেকে সন্দেশখালির প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। আটক করার পর সিপিআইএম নেতাকে নিয়ে যাওয়া হয় বাঁশদ্রোণী থানায়। নিরাপদ সর্দারের আটক হবার খবর ছড়িয়ে পড়তেই বাঁশদ্রোণী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সিপিআইএম সমর্থকরা। সিপিআইএম-এর অভিযোগ বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে নিরাপদ সর্দারকে।

এদিনই সন্দেশখালি যাওয়ার পথে আটকানো হয়েছে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধায় সহ এক প্রতিনিধি দলকে। এই প্রতিনিধিদলে মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও ছিলেন ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত, এসএফআই নেতা দেবাঞ্জন দে, গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী কনীনিকা বোস।

সন্দেশখালিতে বিগত কয়েকদিন ধরে চলা অশান্তির জেরে এর আগেই নিরাপদ সর্দার সহ ১১১ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছিল। সিপিআইএম-এর অভিযোগ সন্দেশখালির ১৬ টি গ্রাম পঞ্চায়েতের এমন কোনও অঞ্চল নেই যেখানে মানুষ শান্তিতে বসবাস করছেন। সব জায়গাতেই তৃণমূল নেতা শাহজাহানের নেতৃত্বে অত্যাচার চলে। যার বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলেছেন বলেই তাঁদের বিরুদ্ধে অত্যাচার নামিয়ে এনেছে প্রশাসন। দোষীদের গ্রেপ্তার না করে আন্দোলনকারী সাধারণ মানুষের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে।

সন্দেশখালির ঘটনায় সিপিআইএম নেতা নিরাপদ সর্দার শিবু হাজরা, উত্তম সর্দার সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে মুখ খুলেছিলেন। গতকালই আটক করা হয়েছে তৃণমূল নেতা উত্তম সর্দারকে। যদিও নিরাপদ সর্দারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা শিবু হাজরা এখনও বেপাত্তা। তাঁকে খুঁজে পাচ্ছেনা পুলিশ।

জানা গেছে তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে নিরাপদ সর্দারকে। তৃণমূল নেতার অভিযোগ ছিল নিরাপদ সর্দারের নেতৃত্বেই শিবু হাজরার ফার্মে ভাঙচুর চালানো হয়েছে। যদিও সিপিআইএম-এর পক্ষ থেকে জানানো হয়েছে গত ৭ ও ৮ তারিখ দলের রাজ্য কমিটির বৈঠক চলছিল। নিরাপদ সর্দার দলীয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন। ফলে কোনোভাবেই ঘটনার সময় তাঁর পক্ষে ওই অঞ্চলে থাকা সম্ভব নয়।  

নিরাপদ সর্দারের গ্রেপ্তারি প্রসঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, শাহজাহান, শিবুর বিরুদ্ধে মুখ খুলেছিল নিরাপদ। সেই কারণেই ওকে আটক করা হয়েছে।

প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার গ্রেপ্তার, সন্দেশখালির পথে বাধার মুখে বাম প্রতিনিধিদল
Sandeshkhali: ফুঁসছে সন্দেশখালি, শাহজাহানের গ্রেফতারীর দাবিতে থানার সামনে বিক্ষোভ মহিলাদের
প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার গ্রেপ্তার, সন্দেশখালির পথে বাধার মুখে বাম প্রতিনিধিদল
Sandeshkhali: ফের উত্তপ্ত সন্দেশখালি, শিবু হাজরার সম্পত্তিতে হামলা মহিলাদের, আতঙ্কে পরীক্ষার্থীরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in