অনিয়মের অভিযোগ, রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিলের নির্দেশ SAT-এর

SAT জানায়, বিজ্ঞপ্তি অনুযায়ী সংরক্ষণ নিয়ম মেনে নিয়োগ হয়নি। আদালতের কাছে এই বিষয়ে উপযুক্ত প্রমাণ রয়েছে। কেন নিয়ম মানা হয়নি, এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।
রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিলের নির্দেশ SAT-এর
রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিলের নির্দেশ SAT-এরছবি - প্রতীকী
Published on

রাজ‍্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিলের নির্দেশ দিল স্টেট অ‍্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা SAT। নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি না মানায় এই নির্দেশ দিয়েছে SAT-এর চেয়ারম্যান সৌমিত্র পালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। SAT-এর এই নির্দেশে প্রশ্নের মুখে প্রায় সাড়ে ৮ হাজার যুবকের ভবিষ্যত।

শুক্রবার SAT-এর বেঞ্চ জানায়, বিজ্ঞপ্তি অনুযায়ী সংরক্ষণ নিয়ম মেনে নিয়োগ হয়নি। আদালতের কাছে এই বিষয়ে উপযুক্ত প্রমাণ রয়েছে। কেন নিয়ম মানা হয়নি, এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তাই পুরো প‍্যানেল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে রাজ‍্য পুলিশের ৮,৪১৯টি পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। পরীক্ষা এবং ইন্টারভিউয়ের পর ২০২০ সালের ১৫ অক্টোবর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয়। প্রথম দফায় ১,৮৭১ জনকে জয়েনিং লেটার দেওয়া হয়। তাঁরা চাকরিতে যোগদানও করেন। এরপরই নিয়োগে সংরক্ষণ নীতি মানা হয়নি বলে অভিযোগ ওঠে। SAT-এ মামলা দায়ের করেন ৩৭৫ জন পরীক্ষার্থী। ফলে বাকি ৬,৫৪৮ জনের নিয়োগ আটকে যায়।

এর আগে দ্রুত তাঁদের নিয়োগের দাবিতে ভবানীভবনের সামনে বিক্ষোভ দেখান নিয়োগ আটকে থাকা চাকরিপ্রার্থীরা।‌ মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছেন তাঁরা। কিন্তু কিছুই হলো না। শুক্রবার পুরো প‍্যানেলই বাতিল ঘোষণা করলো SAT।

রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিলের নির্দেশ SAT-এর
KMC: আর্থিক সংকটের জের, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বন্ধ করল কলকাতা পুরসভা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in