Train Derailed: ময়নাগুড়িতে রেল দুর্ঘটনা, বদল হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ, ভোগান্তিতে যাত্রীরা

People's Reporter: মঙ্গলবার সকালে উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ১১টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি
ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়িনিজস্ব চিত্র
Published on

মঙ্গলবার সাত সকালে ময়নাগুড়িতে লাইনচ্যুত হয় একটি মালগাড়ি। যার ফলে এদিন উত্তরবঙ্গগামী বেশ কিছু ট্রেনের পথ বদল করা হয়েছে। সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু দুরপাল্লা ট্রেনের যাত্রাপথ। মঙ্গলবার সকালে উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। এর ফলে এদিন সকাল থেকেই ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।

মঙ্গলবার সকাল সাড়ে ৬ টা নাগাদ ময়নাগুড়ি স্টেশনের কাছে লাইনচ্যুত হয় মালগাড়ির পাঁচটি কামরা। এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে এই দুর্ঘটনার ফলে ব্যাহত হয় পরিষেবা। এরপর উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়, ১১টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

সেই তালিকায় রয়েছে রাজধানী, সম্পর্কক্রান্তি, কামাখ্যা, ডিব্রুগড়-কামরূপ এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ যাত্রীবাহী ট্রেন। বঙ্গাইগাংও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ট্রেনটি নিউ জলপাইগুড়ির পরিবর্তে কোকরাঝাড় পর্যন্ত চলবে।

এর ফলে সমস্যায় পড়েন যাত্রীরা। বিশেষ করে ধূপগুড়ি এবং ফালাকাটা স্টেশন থেকে যে সব যাত্রী ট্রেন ধরেন, তাঁরাই বেশি সমস্যায় পড়ছেন। কারণ, ময়নাগুড়িতে দুর্ঘটনার ফলে সেই রুটে এখন ট্রেন চলছে না।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, ১০টির মতো দূরপাল্লার ট্রেন মাথাভাঙা-কোচবিহার হয়ে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছে। তাঁর কথায়, ‘‘যত তাড়াতাড়ি সম্ভব আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’’

যাত্রাপথ বদল বা সংক্ষিপ্ত করার ফলে সমস্যায় পড়া এক যাত্রী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, কত দেরী হবে জানা নেই। ঘুরপথে আলিপুরদুয়ার পৌঁছাতে অনেক সময় লাগবে। অন্যদিকে, আরেক যাত্রী জানান, জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ফালাকাটায় যাওয়ার কথা ছিল। কিন্তু এখন আর কোনও উপায় নেই।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in