দেড় বছরের অধিক সময় ধরে বন্ধ রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান। বিগত কয়েকমাস ধরেই পড়ুয়াদের স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার দাবিতে আন্দোলন করে চলেছে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই। আজও সেই একই দাবিতে রাস্তায় নেমেছে এসএফআই কর্মীরা। আজ বারাসাত কালীকৃষ্ণ স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ছাত্ররা।
করোনা মহামারীর কারণে দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইন ব্যবস্থার মধ্য দিয়ে পঠন-পাঠনে হয়রান হতে হয়েছে অধিকাংশ পড়ুয়াদের। অনলাইন শিক্ষা নিয়ে উঠছে বিস্তর অভিযোগও। রেস্তোরাঁ, বার, শপিং মল থেকে বিভিন্ন ক্ষেত্র চালু করা গেলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার স্বার্থে কেন প্রয়োজনীয় কোভিড বিধির ব্যবস্থা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না এরকম বিভিন্ন দাবি নিয়ে আজ বারাসাত কালীকৃষ্ণ স্কুলের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই ছাত্র সংগঠন।
স্কুল-কলেজ খোলার দাবি জানিয়ে রাস্তায় মুখোমুখি ক্লাস কর্মসূচির ঘোষণা করেছিল এসএফআই। যাদবপুরের পড়ুয়ারা ইতিমধ্যেই এসএফআইয়ের এই ডাকে সাড়া দিয়েছে। রাস্তায় ক্লাস শুরু করেছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাই তাঁদের ক্লাস নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এরকম ক্লাসের ছবি ও ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। SFI-এর ডাকে যাদবপুরের পড়ুয়াদের এই অভিনব প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন