Padma Awards: ‘সংস্কৃতি-পরম্পরার জ্ঞান দিলীপ ঘোষের কাছ থেকে নিতে হবে?’ - সুজন চক্রবর্তী

তিনি আরও বলেন - ‘স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের তল্পিবাহকদের কাছ থেকে দেশপ্রেমের শিক্ষা নেওয়ার কিছু নেই! কমিউনিস্টদের বিরুদ্ধে বিষোদগারই ওঁদের স্বভাব।’
দিলীপ ঘোষ, বুদ্ধদেব ভট্টাচার্য, সুজন চক্রবর্তী
দিলীপ ঘোষ, বুদ্ধদেব ভট্টাচার্য, সুজন চক্রবর্তীফাইল চিত্র
Published on

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-সহ একাধিক ব্যক্তিত্ব পদ্ম-খেতাব প্রথ্যাখ্যান করেছেন। তাঁদের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন বহু মানুষই। তবে পাশাপাশি তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্কও। প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়ে বিজেপি তীব্র কটাক্ষ করেছে বুদ্ধবাবুকে। এর পাল্টা জবাবও বিজেপিকে দিয়েছে সিপিআই(এম)।

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বুধবার বলেন, ‘পদ্মভূষণ দেওয়া নিয়েও রাজনীতি হচ্ছে। পশ্চিমবঙ্গ যেন দেশের বাইরে! দেশপ্রেমিক বাঙালিকে দেশের সব কিছুর বিরোধী করে তোলার চেষ্টা হচ্ছে। কমিউনিস্টরা চিরকাল দেশের পরম্পরা ও সংস্কৃতিকে অপমান করে।’ সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্ম-খেতাব অস্বীকার প্রসঙ্গে তিনি বলেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্য বা সন্ধ্যা মুখোপাধ্যায়, ওঁরা দেশের আইকন। দেশ স্বীকৃতি দিয়েছে। এত দিন কেউ করেনি। এখন মোদীজী করেছেন।' তাঁর প্রশ্ন, অন্য দলের নেতাদের এর আগে কে সম্মান দিয়েছেন? এটাই মানতে পারছেন না অনেকে!’

সিপিআই(এম)-র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী পাল্টা কটাক্ষ করে বলেছেন, ‘সংস্কৃতি-পরম্পরার জ্ঞান দিলীপ ঘোষের কাছ থেকে নিতে হবে? শিশির কুমার ভাদুড়ী, হেমন্ত মুখোপাধ্যায়, তারাপদ চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায়, নিখিল চক্রবর্তী, বাদল সরকার, বুদ্ধদেব ভট্টাচার্য বা সন্ধ্যা মুখোপাধ্যায়েরা পরম্পরা জানেন না, দিলীপবাবুরা সব জানেন!’ তাঁর সংযোজন, ‘স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের তল্পিবাহকদের কাছ থেকে দেশপ্রেমের শিক্ষা নেওয়ার কিছু নেই! কমিউনিস্টদের বিরুদ্ধে বিষোদগারই ওঁদের স্বভাব।’

কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর, বুদ্ধবাবুর বাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে মঙ্গলবার দিনের বেলা ফোন করে পদ্মভূষণের প্রস্তাবের কথা জানানো হয়। তখন তাঁর পরিবার শুধুই ‘ধন্যবাদ’ জানায়। আর কোনও বার্তা দেয়নি। তাই বিজ্ঞপ্তিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম রাখা হয়। এই তথ্যকে খোঁচা দিয়ে বিজেপির কটাক্ষ, পরে ভাবনাচিন্তা করে সিপিএম কেন্দ্রের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

যদিও সুজন চক্রবর্তীর দাবি, ‘বুদ্ধদেব ভট্টাচার্য নিজেই বলছেন, তিনি এই বিষয়ে আগে কিছু জানতেন না। তাঁকে কেউ কিছু জানায়নি। যে কোনও সূত্রের চেয়ে বুদ্ধবাবু কী বলছেন, তা বাংলায় অনেক বেশি বিশ্বাসযোগ্য।’ কমিউনিস্ট পার্টির নেতারা যে রাষ্ট্রীয় খেতাবের জন্য কাজ করেন না, তা মনে করিয়ে দিতে জ্যোতিবাবুর উদাহরণ টেনে আনেন তিনি।

প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর বাড়িতে কোনও ফোন এলে সাধারণত তিনি বা তাঁর ছায়াসঙ্গী ধরতেন। প্রয়োজনে দ্রুত তা দলকে জানানো হত। মনমোহন সিংহের সরকার তাঁকে ‘ভারতরত্ন’ খেতাবের প্রস্তাব দেয়। শুনে জ্যোতিবাবু বলেছিলেন, ‘রত্ন’ নিয়ে আমার কী হবে! দলকে জানানো হয়। কলকাতায় প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরিরা জ্যোতিবাবুর সঙ্গে দেখা করে বিবৃতিও দিয়েছিলেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রতিক্রিয়া, ‘সরকারি পুরস্কার কে নেবেন আর কে প্রত্যাখ্যান করবেন, তা সম্পূর্ণ ব্যক্তির বিষয়। তবে বামেদের সঙ্গে বিজেপির আদর্শগত লড়াই যুগ যুগ ধরে চলছে। আমি কংগ্রেস করলেও মানি না যে, বামেদের সঙ্গে বিজেপির আঁতাঁত রয়েছে।’

দিলীপ ঘোষ, বুদ্ধদেব ভট্টাচার্য, সুজন চক্রবর্তী
Padma Awards: 'উনি গুলাম নন, আজাদ থাকতে চান' - বুদ্ধবাবুর প্রশংসা, দলীয় নেতাকে খোঁচা জয়রাম রমেশের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in