সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি পুরনিগম নির্বাচনের জন্য ইশতেহার ঘোষণা করলো বামেরা। ইশতেহার প্রকাশের অনুষ্ঠান উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, সিপিআইএম প্রাক্তন জেলা সম্পাদক জীবেশ সরকার এবং বর্তমান জেলা সম্পাদক সমন পাঠক।
শহর এবং শহরবাসীর উন্নয়নের পাশাপাশি সবুজায়ন এবং নদীর সুস্থতার দিকেও জোর দেওয়া হয়েছে ইস্তেহারে। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক বিভাগের জন্য পৃথক পৃথক শীর্ষক দিয়ে ছবি সহযোগে পোস্টার আকারে প্রচার করা হচ্ছে ইস্তেহারে উল্লেখ করা প্রতিশ্রুতিগুলো। বামেদের প্রচারের এই ধরণ সত্যিই নজর কেড়েছে নেটিজেনদের।
ইস্তেহারে উল্লেখিত প্রতিশ্রুতিগুলি মধ্যে উল্লেখযোগ্য -
১) রোজগেরে শিলিগুড়ি
• ক্ষুদ্র ব্যবসায়ীদের লাইসেন্স ফি হ্রাস।
• নতুন ক্ষুদ্র ও কুটির শিল্পে উৎসাহ।
• স্বনির্ভরগোষ্ঠীর সংখ্যা বাড়ানো।
• মহিলাদের নার্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা।
• টোটো ও ভ্যান চালকদের বিশেষ সামাজিক সুরক্ষা।
২) গরীবের শেল্টার
• গরীব মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন।
• রেশনব্যবস্থার সমবন্টন।
• বসতিবাসীদের দাবি মেনে গৃহকর বন্ধ করা।
৩) শিলিগুড়ির স্পাইন
•তোলাবাজি, কাটমানি, তৃণমূলের গুণ্ডারাজ রুখে দেওয়া
• পুরসভাকে দালালচক্রমুক্ত করা
• জমি হাঙর-কর্পোরেটরাজ নিয়ন্ত্রণে আনা
৪) শপথের ক্লাসরুম
• অবিলম্বে ড্রপআউটদের স্কুলে ফেরানো এবং স্কুল-কলেজে পঠনপাঠন চালু করা।
৫) সুললিত শিলিগুড়ি
• শহর জুড়ে মহিলাদের জন্য সুলভ শৌচালয়ের সংখ্যাবৃদ্ধি
• মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য শিল্পোদ্যোগ
• সমাজবিরোধী কার্যকলাপ, লিঙ্গবৈষম্যমূলক আচরণের কঠোর বিরুদ্ধতা করা
৬) নদীদের সুস্থতা
• বামফ্রন্ট পৌরবোর্ডের শুরু করা মহানন্দা প্রকল্পে রাজ্য সরকারের বিনিয়োগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
• শহর সংলগ্ন সমস্ত নদীর অবিলম্বে সংস্কার ও তার রক্ষণাবেক্ষণে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন।
এছাড়াও শহরের রাস্তাঘাট ও পয়ঃপ্রণালী ব্যবস্থার উন্নতি, বৃক্ষরোপণের মাধ্যমে শহরে গ্রীনজোন তৈরি, বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাবের খরচ নিয়ন্ত্রণ, কোভিড মোকাবিলা প্রতি ওয়ার্ডে সেফ হোম-রেড ভলান্টিয়ার স্কোয়াড গঠন ইত্যাদি প্রতিশ্রুতিগুলিও জায়গা পেয়েছে ইস্তেহারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন