গত কয়েক মাস ধরে মাঝেমধ্যেই প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার এসএসসিতে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল।
সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের সচিবকে তলব করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার তাঁকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাকারীর দাবি, মেয়াদ শেষ হওয়ার পরও জাল নথি তৈরি করে চতুর্থ শ্রেণির কর্মীদের নিয়োগ করা হয়েছে।
এই নথির সত্যতা যাচাই করতে আজ সচিবকে আদালতে হাজিরার নির্দেশ দিয়ে বিচারপতি জানান, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিবিআইকে দিয়ে তদন্ত করা হতে পারে।
এসএসসির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে। আপাতত এসএসসিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে হাইকোর্টে ডেকে পাঠান। এবার ফের চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ প্রকাশ্যে এল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন