মহিলা শিক্ষক-অশিক্ষক কর্মীদের বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি নবান্ন চত্বরে। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয়। এর ফলে বেশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
দীর্ঘ ৮ বছর ধরে বেতন বাড়েনি SSK-MSK-এর শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের। বেতন বৃদ্ধি, অবসরকালীন বেনিফিট সহ একাধিক দাবিতে আজ নবান্নের বাইরে বিক্ষোভ দেখান বহু মহিলা। বিক্ষোভকারীদের দাবি সরাসরি মুখ্যমন্ত্রীকে নিজেদের অভিযোগ জানাবেন তাঁরা।
আজ নবান্নে মুখ্যমন্ত্রীর একটি উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে। সেই কারণে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থার করা হয়েছে। এরই মাঝে ১৪৪ ধারা জারি থাকা এলাকায় শিক্ষিকারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের আকার ক্রমশ বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সেখান থেকে সরানোর চেষ্টা করে পুলিশ। ফলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় তাঁদের। বেশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। পুলিশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যায়। এরপর ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা।
গতকালও এই একই দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন শিক্ষকরা। রাজ্যের শিক্ষামন্ত্রী নিখোঁজ বলে পোস্টার নিয়ে থানায় মিসিং ডাইরিও করেছিলেন আন্দোলনকারীরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন