Taruner Swapna: এবার উলটপুরাণ! ট্যাব কেনার জন্য দ্বিগুণ টাকা ঢুকেছে পাঁচ হাজার পড়ুয়ার অ্যাকাউন্টে

People's Reporter: জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, একাদশ এবং দ্বাদশ শ্রেণির মোট ৪৮৪১ জন পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গড়ে ২০ হাজার টাকা ঢুকেছে। ট্যাব কেনার জন্য দেওয়া হয় ১০ হাজার টাকা।
মমতা ব্যনার্জী
মমতা ব্যনার্জীফাইল ছবি সৌজন্যে - মমতা ব্যনার্জীর ফেসবুক পেজ
Published on

রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে টানাপড়েন অব্যাহত। এতদিন অভিযোগ উঠছিল ট্যাবের টাকা জাতিয়াতদের অ্যাকাউন্টে ঢুকছে। এই অভিযোগে রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। তবে এবার উল্টোপুরাণ। জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, একাদশ এবং দ্বাদশ শ্রেণির মোট ৪৮৪১ জন পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গড়ে ২০ হাজার টাকা ঢুকেছে। ট্যাব কেনার জন্য দেওয়া হয় ১০ হাজার টাকা। সেখানে দ্বিগুণ টাকা কীভাবে ঢুকল তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

মুর্শিদাবাদ জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, এই তালিকায় রয়েছে জঙ্গিপুরের ন’টি হাই স্কুলের ছাত্রছাত্রী। এ ছাড়া আমতলা হাই স্কুল, আনন্দমণি বালিকা বিদ্যালয়, ডাঙাপাড়া মুক্তারপুর হাই স্কুল, টুঙ্গি স্বামী স্বরূপানন্দ হাই স্কুল, বালি গান্ধী মেমোরিয়াল হাই স্কুল, বৃন্দাবনপুর এস স্মৃতি হাই স্কুল, দুর্লভপুর হাই স্কুল এবং সর্বাঙ্গপুর বিদ্যাপীঠের একাদশ-দ্বাদশের পড়ুয়ারা। যদিও দ্বিগুণ টাকা পাওয়া সেই সমস্ত পড়ুয়াদের অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করে দেওয়া হয়েছে।

এনিয়ে টুঙ্গি স্বামী স্বরূপানন্দ হাই স্কুলের পড়ুয়া অর্ণব বিশ্বাস বলেন, ‘আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাবের জন্য ২০ হাজার করে টাকা ঢুকেছে। তার জন্য আমরা দায়ী নই। কিন্তু অ্যাকাউন্ট থেকে আর টাকা তুলতে পারছি না। সবাই নতুন ট্যাব কিনে ফেলল, আমরা কিনব কবে?’ অন্যদিকে, মুর্শিদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুকদেব সরকার বলেন, ‘এই বিষয়গুলি আমরা নিয়ন্ত্রণ করি না। আমরা জেলা শিক্ষা দফতরকে জানিয়েছি। সেখান থেকে আশ্বাস দেওয়া হয়েছে, অতি দ্রুত সমস্যার সমাধান হবে।’

আবার একই জেলায় ট্যাবের টাকা পাননি বহু স্কুল পড়ুয়ারা। দুটি বিষয় নিয়ে মুর্শিদাবাদ জেলা শিক্ষা পরিদর্শক অমরকুমার শীল বলেন, ‘বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা চলছে। আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সমাধান হবে।’

অন্যদিকে, ট্যাবের টাকা জালিয়াতদের অ্যাকাউন্টে ঢুকছে, সম্প্রতি এই অভিযোগে তোলপাড় রাজ্য। জানা গেছে, রাজ্য জুড়ে ৩০০-র বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে। শিক্ষা দফতর সূত্রে পাওয়া তথ্য বলছে, পূর্ব বর্ধমানের ৮৮ জন, পূর্ব মেদিনীপুরের ৬৫ জন এবং মালদহের ১৪৯ জন পড়ুয়া ট্যাবের টাকা পাননি। বিভিন্ন জেলার জেলা পরিদর্শকদের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করেছে স্কুল শিক্ষা দফতর। তার পর জেলায় জেলায় ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তে নেমে মঙ্গলবার মালদহের বৈষ্ণবনগর এলাকা চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত সকলেরই সাইবার ক্যাফে আছে। ধৃতদের একাধিক জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে ১৫টি পেনড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটারের হার্ড ড্রাইভ, ডায়েরি, ব্যাঙ্কের নথি। 

এর আগে মালদহ থেকেই এক জনকে গ্রেফতার করা হয়েছিল। একই অভিযোগে উত্তর দিনাজপুর থেকে আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in