ফের কর্মহীন হয়ে পড়লেন কয়েক হাজার শ্রমিক। রবিবার সকালে কাজে যোগ দিতে গিয়ে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখতে পেলেন রিষড়ার ওয়েলিংটন জুটমিলের শ্রমিকরা। এদিন একসঙ্গে প্রায় দুই হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। এর প্রতিবাদ জানিয়ে সকালে জিটি রোড অবরোধ করেন তাঁরা।
ওয়েলিংটন জুটমিলের কাজ বন্ধ হয়ে যাওয়া নতুন কিছু নয়। আর্থিক কারণে জুটমিল চালানো যাচ্ছে না বলে নোটিশ দেওয়া হয়েছে। কংগ্রেস পরিচালিত আইএনটিইউসি-র অভিযোগ, রাজ্যের গাফিলতিতেই জুটমিলের এই অবস্থা। শ্রম দফতরের সঙ্গে এ নিয়ে আলোচনা হলেও সমস্যার সমাধান হয়নি। শেষপর্যন্ত বন্ধ হয়ে গেল জুটমিলটি। তবে এই জুটমিল খোলার সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করছেন শ্রমিকরা।
করোনা ও লকডাউনে এমনিতেই ক্ষতির মুখে রাজ্যের শিল্পাঞ্চলগুলি। ফলে মিল কর্তৃপক্ষ যেভাবে আর্থিক পরিস্থিতি অবনতির কারণ সামনে এনেছে, তাতে জুটমিলটি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন