Suvendu Adhikari: 'রাহুল গান্ধী একটা...', কংগ্রেস সাংসদকে কুরুচিকর ভাষায় আক্রমণে শুভেন্দু অধিকারী!

People's Reporter: কংগ্রেস সূত্রে খবর, ইতিমধ্যেই একাধিক থানায় শুভেন্দুর বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছে কংগ্রেস।
রাহুল গান্ধী ও শুভেন্দু অধিকারী
রাহুল গান্ধী ও শুভেন্দু অধিকারীছবি - প্রতীকী
Published on

রাহুল গান্ধীর উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করলেন রাজ্যের বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে শুভেন্দুর নিন্দায় সরব হয়েছে রাজনৈতিক মহলের একাংশ। এমনকি রাহুলের পাশে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে রাহুল গান্ধী সম্পর্কে বক্তব্য রাখতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। ভিডিওতে শুভেন্দুকে বলতে শোনা গেছে, "গত চারদিন ধরে প্রশ্ন করা হচ্ছে রাহুল গান্ধী, রাহুল গান্ধী। কে হরিদাস পাল? একটা গা*। বলছে স্টোভের ওপর কয়লা দিয়ে সকালবেলা চা তৈরি হয়। ক'দিন আগেই আসামে বলেছে। স্টোভের ওপর কয়লা দেওয়া হয় আমিতো দেখিনি"। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।

শুভেন্দুর কথার তীব্র সমালোচনা করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে ভিডিওটি দিয়ে তিনি লেখেন, "এটা ভাষা? রাহুল গান্ধীকে কী ভাষায় আক্রমণ করছেন গদ্দার? রাজনীতিতে এই ধরণের অসভ্যতা, অপসংস্কৃতি বন্ধ হোক। রাজ্য কংগ্রেস নেতারা বিজেপির দালালি করতে গিয়ে আর কত নিচে নামবেন যে এটাও হজম করছেন? শুভেন্দুর কুৎসিত রাজনীতি বেআব্রু হয়ে পড়ছে। এই অসুস্থ ভাষার তীব্র প্রতিবাদ করছি"।

কংগ্রেস সূত্রে খবর, ইতিমধ্যেই একাধিক থানায় শুভেন্দুর বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছে কংগ্রেস। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

রাহুল গান্ধী ও শুভেন্দু অধিকারী
CAA: আগামী সপ্তাহেই রাজ্যে চালু হবে নাগরিকত্ব সংশোধনী আইন! 'গ্যারান্টি' শান্তনু ঠাকুরের
রাহুল গান্ধী ও শুভেন্দু অধিকারী
Rajya Sabha Election: রাজ্যসভার ৫৬ আসনে ভোট ২৭ ফেব্রুয়ারি - কোন রাজ্যে কত আসনে ভোট?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in