Weather Update: রাজ্যজুড়ে শীতের আমেজ! সোমে আরও পারদ পতন দুই বঙ্গে, টানা কুয়াশার পূর্বাভাস সাত জেলায়

People's Reporter: আগামী পাঁচ দিন দক্ষিণ ও উত্তর বঙ্গ মিলিয়ে সাত জেলায় কুয়াশার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
পারদ পতন দুই বঙ্গে
পারদ পতন দুই বঙ্গে প্রতীকী ছবি - সংগৃহীত
Published on

রাজ্যজুড়ে শীতের আমেজ। উত্তুরে হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গেই। রবিবারের তুলনায় সোমবার আরও পারদ পতন কলকাতায়। সোমবার দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা রয়েছে পুরুলিয়ায়। আগামী পাঁচ দিন দক্ষিণ ও উত্তর বঙ্গ মিলিয়ে সাত জেলায় কুয়াশার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি। এ ছাড়া, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, তা-ও স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। তবে আগামী পাঁচ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা নতুন করে আর কমবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সোমবার দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা রয়েছে পুরুলিয়ায়। সেখানে পারদ নেমে গিয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া উলুবেড়িয়ায় ১৬ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৫ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং কল্যাণীতে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে পারদ।

অন্যদিকে, তাপমাত্রা কমেছে উত্তরবঙ্গেও। সোমবার উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দাজিলিংয়ের, তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আলিপুরদুয়ারে ১৬, কোচবিহারে ১৬.৭, রায়গঞ্জে ১৫.৯ এবং কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গেও আগামী পাঁচদিন তাপমাত্রা আর কমবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের আরও পূর্বাভাস, আগামী তিনদিন উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি কুয়াশা থাকবে।   

পারদ পতন দুই বঙ্গে
Pather Panchali: 'পথের পাঁচালী'র 'দুর্গা' উমা দাশগুপ্ত প্রয়াত
পারদ পতন দুই বঙ্গে
BCCI: পরবর্তী বিসিসিআই সচিব হিসেবে উঠছে স্নেহাশিস গাঙ্গুলির নাম! এখানেও কি অমিত শাহদের নতুন অঙ্ক?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in