Birbhum: বীরভূমে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত সাত শ্রমিক, আহত বহু, চলছে উদ্ধারকাজ

People's Reporter: সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে। মনে করা হচ্ছে, কয়লা ভাঙতে গিয়েই অসাবধানতাবশত এই ঘটনাটি ঘটেছে।
বীরভূমের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ
বীরভূমের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণপ্রতীকী ছবি সৌজন্য লাইভ মিন্ট
Published on

পুজোর মুখে বীরভূমের ভাদুলিয়ার কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ। জানা গেছে, এই ঘটনায় মৃত্যু হয়েছে সাত শ্রমিকের। আহতে অনেকে। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। বাকিদেরও উদ্ধার কাজ চলছে। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে। ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি (জিএমপিএল)-তে কয়লা ভাঙতে গিয়ে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হয়েছে সাতজনের। স্থানীয় সূত্রে খবর, মৃতদেহগুলি ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কয়লা ভাঙতে গিয়েই অসাবধানতাবশত এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে সদর হাসপাতালে। বাকিদের উদ্ধার কাজ চলছে। অন্যদিকে, এই দুর্ঘটনার পরেই পলাতক জিএমপিএলের আধিকারিক এবং উঁচু মহলের কর্মীরা।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, কয়লাখনিতে বিস্ফোরণের জন্য সাধারণত দু’টি ট্রাকে করে বিস্ফোরণ আনা হয়। কিন্তু সোমবার ওই পরিমাণ বিস্ফোরণ একটি ট্রাকেই আনা হয়েছিল। ওভারলোডিংয়ের ফলে এই বিস্ফোরণ কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।   

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in