Malda: প্রতিশ্রুতিই সার, ৪ বছর পরেও মেলেনি চাকরি! জেলা শাসকের দ্বারস্থ মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবার

People's Reporter: প্রসঙ্গত, ২০১৯ সালে উত্তরপ্রদেশের ভাদোহিতে আতশবাজি থেকে বিস্ফোরণ হয় কার্পেট কারখানায়। আগুনে ঝলসে মারা যান মালদহের মানিকচকের এনায়তপুরের ৯ জন শ্রমিক।
ফিরহাদ হাকিম নিহতদের পরিবার পিছু একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন
ফিরহাদ হাকিম নিহতদের পরিবার পিছু একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন ফাইল ছবি
Published on

প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ৪ বছরে চাকরি মেলেনি ২০১৯ সালে প্রাণ হারানো ৯ পরিযায়ী শ্রমিকের পরিবারের। তাই চাকরির দাবিতে বৃহস্পতিবার মালদহের জেলা শাসকের দ্বারস্থ হন তাঁরা। তাঁদের অভিযোগ, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তাঁদের সরকারি চাকরির প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেননি।

৪ বছর আগে উত্তরপ্রদেশের ভাদোহিতে এক কার্পেট কারখানার বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন মালদহের মানিকচকের ৯ জন পরিযায়ী শ্রমিক। সেই সময় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা দিয়েছিল রাজ্য সরকার। মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যদের অভিযোগ, 'সেই সময় ফিরহাদ হাকিম প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিবার পিছু একজনকে চাকরি দেবে রাজ্য সরকার। কিন্তু ৪ বছর অতিক্রান্ত হলেও এখনও চাকরি পাননি কেউ'।

ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্যের দাবি, 'পরিবারের একজনকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি দেওয়ার কথা বলেছিল প্রশাসন। কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি। একাধিক জেলাশাসকের অফিসে ঘুরেও কোনও সুরাহা হয়নি। তাই ফের চাকরির দাবিতে জেলাশাসকের অফিসে এসেছি। আমাদের অবিলম্বে চাকরি দিতে হবে।'

জেলা শাসকের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি এই প্রসঙ্গে। স্থানীয় তৃণমূল নেতৃত্বও এ বিষয়ে বিশেষ কিছু বলেননি। তাঁদের বক্তব্য, প্রশাসনের বিভিন্ন নিয়ম থাকে সে বিষয়ে কোনো মন্তব্য করবেন না।

প্রসঙ্গত, ২০১৯ সালে উত্তরপ্রদেশের ভাদোহিতে আতশবাজি থেকে বিস্ফোরণ হয় কার্পেট কারখানায়। আগুনে ঝলসে মারা যান মালদহের মানিকচকের এনায়তপুরের ৯ জন শ্রমিক। সকলেই দক্ষ তাঁতি ছিলেন। নিহতরা হলেন - আতাউর মোমিন, আব্দুল গফফর, মহম্মদ শুভান আনসারি, ইসরাফিল মোমিন, আব্দুল কালাম, আলমগিউর মোমিন, আজাদ মোমিন, মহম্মদ মুশাওয়ার এবং আব্দুল কাদির। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছিলেন। ওই শ্রমিকদের পরিবারের সাথে দেখা করেছিলেন ফিরহাদ হাকিম এবং তৎকালীন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী।

ফিরহাদ হাকিম নিহতদের পরিবার পিছু একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন
CBI: পুর নিয়োগ দুর্নীতিতে ফের তৎপর CBI! বরাহনগর সহ একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব
ফিরহাদ হাকিম নিহতদের পরিবার পিছু একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন
একই দিনে স্বস্তি ও অস্বস্তি অভিষেকের! রক্ষাকবচ পেলেও ইডির ECIR বহাল রাখলো হাইকোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in