Weather Update: নতুন বছরে শহরজুড়ে শীতের আমেজ, এর মাঝেই বৃষ্টির পূর্বাভাস! কী বলছে হাওয়া অফিস?

People's Reporter: হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতার তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার সমান।
Weather Update: নতুন বছরে শহরজুড়ে শীতের আমেজ, এর মাঝেই বৃষ্টির পূর্বাভাস! কী বলছে হাওয়া অফিস?
প্রতীকী ছবি
Published on

নতুন বছরের সাথে সাথে বাংলায় প্রবেশ করেছে শীত। সোমবার থেকে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। বুধবার আরও কিছু কমেছে তাপমাত্রা। আর এই আবহে এবার বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

বছর শেষে উধাও হয়ে গিয়েছিল শীত। শীতের আশায় প্রহর গুণছিল শহরবাসী। রবিবার রাত থেকেই ফের শহরে ফিরেছে শীতের আমেজ। হাওয়া অফিস আগেও জানিয়েছিল নতুন বছর থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতার তাপমাত্রা আরও বেশ খানিকটা কমেছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার সমান। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস কম।

আর এই শীতের আবহে এবার বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। জানা গেছে চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তা ছাড়া রাজ্যের পূর্ব দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গে প্রবেশ করার কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

তাপমাত্রা কমার পাশাপাশি শহরে বাড়তে শুরু করেছে কুয়াশা। ভোর থেকেই চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে। যদিও বেলা বাড়তেই আকাশ পরিস্কার হয়ে উঠেছে রোদ।

অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিংয়েও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে দার্জিলিংয়ে। বুধবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিঙে হালকা বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাত হতে পারে।

Weather Update: নতুন বছরে শহরজুড়ে শীতের আমেজ, এর মাঝেই বৃষ্টির পূর্বাভাস! কী বলছে হাওয়া অফিস?
Adhir Ranjan Chowdhury: "গলা পর্যন্ত দুর্নীতিতে ডুবে গেছে তৃণমূল, বেরোনোর কোনও পথ নেই" - অধীর চৌধুরী
Weather Update: নতুন বছরে শহরজুড়ে শীতের আমেজ, এর মাঝেই বৃষ্টির পূর্বাভাস! কী বলছে হাওয়া অফিস?
MNREGA: কেন্দ্র ছিনিয়ে নিচ্ছে ১০০ দিনের কাজের অধিকার - সরব বিরোধীরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in