RG Kar Case: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি

People's Reporter: তবে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, আগামী কাল দিনের প্রথম মামলা হিসেবে আর জি কর মামলা রাখা হবে। ফলে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ এই মামলার শুনানির সম্ভাবনা।
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টফাইল ছবি সংগৃহীত
Published on

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানির হওয়ার কথা ছিল। কিন্তু জানা গেছে, মঙ্গলের পরিবর্তে বুধবার সকালে হবে এই মামলার শুনানি।

মঙ্গলবার বিকেল ৩ টে নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ছিল এই মামলার শুনানি। কিন্তু শেষ মুহুর্তে পিছিয়ে গেল শুনানি। জানা গেছে, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় গিয়েছেন রাষ্ট্রপতি ভবনে। বিশেষ কারণে তাঁকে আমন্ত্রণ জানিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম। ফলে প্রধান বিচারপতির অনুপস্থিতির জন্যই এই মামলার শুনানি পিছিয়ে গেল। তবে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, আগামী কাল দিনের প্রথম মামলা হিসেবে আর জি কর মামলা রাখা হবে। ফলে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ এই মামলার শুনানির সম্ভাবনা।

এর আগে গত ১৫ অক্টোবর এই মামলার শুনানিতে ধর্ষণ ও খুন এবং আর্থিক দুর্নীতি, দু’টি বিষয়েই সিবিআইয়ের কাছে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। পাশাপাশি, আগের শুনানিতে হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় সিভিক ভলান্টিয়ার দিয়ে নিরাপত্তার দায়িত্ব সামলানোর বিষয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। সেই প্রশ্নগুলির জবাব মঙ্গলবার হলফনামা আকারে জমা দেওয়ার কথা ছিল রাজ্যের।

প্রসঙ্গত, আগামী ১০ নভেম্বর প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণ করবেন ডি ওয়াই চন্দ্রচূড়। আগামী ৯ ও ১০ তারিখ শনি ও রবিবার হওয়ার ফলে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের শেষ বেঞ্চ বসবে শুক্রবার। সেই মতো দেখলে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে বুধবারই শেষবারের মতো শুনানি হতে চলেছে এই মামলার।

যদিও এবারই প্রথম নয়। এর আগেও শীর্ষ আদালতে অন্য কারণে আরজি কর মামলার শুনানি পিছিয়েছিল। সেবার রাজ্যের পক্ষ থেকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চের কাছে ২৭ সেপ্টেম্বরের শুনানি স্থগিত করার আবেদন জানানো হয়। রাজ্য সরকারের আবেদন মেনে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নির্দেশ মত ১ অক্টোবর আরজি কর মামলার শুনানি হয়।

সুপ্রিম কোর্ট
RG Kar: ‘সরকারই আমাকে ফাঁসাচ্ছে, আমি পুরোপুরি নির্দোষ’ – প্রিজন ভ্যান থেকে চিৎকার ধৃত সিভিকের
সুপ্রিম কোর্ট
RG Kar Case: কতজন সিভিক? কীভাবে নিয়োগ হয়? আরজি কর শুনানিতে রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট
RG Kar Case: আরজি কর আন্দোলনে নয়া মোড়, গণ ইস্তফা সিনিয়র চিকিৎসকদের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in