স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তিতে এবার ১৫ আগস্ট সিপিএমের দলীয় দফতরে দেখা যাবে জাতীয় পতাকা। এটা আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার বামফ্রন্ট কমিটি থেকে জানিয়ে দেওয়া হল যে, স্বাধীনতা দিবসেই বিজেপির বিরুদ্ধে এবার জেলায় জেলায় কর্মসূচি পালন করবে তারা।
বিজেপির বিরোধিতা করাই যে বামফ্রন্টের মূল লক্ষ্য, সেটা কয়েকদিন আগে স্পষ্ট করে দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেছিলেন, 'কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং কচ্ছ থেকে কোহিমা- সর্বস্তরে যে কোনও দলের সঙ্গে আমরা কাজ করতে রাজি।'
বিজেপি বিরোধিতার এবার স্ট্র্যাটেজিও বদল করা হচ্ছে। স্বাধীনতা দিবসে আলিমুদ্দিনে মুজফফর আহমেদ ভবনের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বামফ্রন্ট কমিটি জানিয়েছে, ওইদিনই দেশের সার্বভৌমত্ব ও সংবিধান রক্ষার শপথ উচ্চারণের জন্য রাজ্যের সর্বত্র জেলায় জেলায় বামফ্রন্টের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার দলীয় সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে সিপিএম। এই উপলক্ষে বঙ্গে আসছেন সীতারাম ইয়েচুরি-সহ অনেক নেতাই। নিচু স্তর থেকে শীর্ষ স্থানীয় নেতৃত্ব সর্বত্রই রদবদল করা হবে বলে জানা গিয়েছে। ৭৫ ঊর্ধ্বদের সরিয়ে নতুন মুখ তুলে আনার ব্যাপারে জোর দেওয়া হবে। তবে প্রয়োজন মনে করলো যাঁদের ৭৫ ঊর্ধ্ব কাউকে রেখেও দেওয়া হতে পারে। আগামী লোকসভা ভোটকে পাখির চোখ করে সংগঠন সাজানো হতে চলেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন