অবশেষে দীর্ঘ ২০ মাস পরে খুলতে চলেছে স্কুল-কলেজ। শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে স্কুল কলেজ খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ১৫ নভেম্বর থেকে স্কুল-কলেজ খুলবে বলে জানালেন তিনি। সেই মর্মে মুখ্যসচিবকে তৈরি হতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক বৈঠক চলাকালীন মুখ্যসচিবকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৪ তারিখে কালীপুজো। ৬ তারিখে ভাইফোঁটা। ১০ আর ১১ তারিখ ছট পুজো। ১৩ তারিখে জগদ্ধাত্রী পুজো। তোমাকে যা করতে হবে ১৫ তারিখ থেকে করতে হবে। স্কুল কলেজ খোলার ব্যাপারেও ১৫ তারিখ থেকেই করে দাও। তার আগে স্কুল কলেজগুলি পরিষ্কার করতে হবে। সেগুলিও মাথায় রাখতে হবে।’
অবশ্য এর আগেই রাজ্যে স্কুল খোলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো রাজ্য জুড়ে শুরু হয়েছে স্কুলবাড়ি সংস্কার ও পরিষ্কারের কাজ। প্রসঙ্গত, গত বছর করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই ১৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার পর করোনা সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় আর স্কুল-কলেজ খোলা হয়নি।
করোনা সংক্রমণের এখনও সম্পূর্ণ অবসান হয়নি। এই পরিস্থিতিতে স্কুল, কলেজগুলিতে নিয়মিত ক্লাস করানো হবে কি না, প্রতি ক্লাসে কতজন পড়ুয়া থাকবে, তা নিয়ে এ দিন কোনও কিছু জানাননি মুখ্যমন্ত্রী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন