TMC-BJP: ‘বাংলার তিন বিজেপি সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন’ - চাঞ্চ্যলকর দাবি সাকেত গোখলের

People's Reporter: সাকেত লেখেন, "বাংলার তিনজন বিজেপির সাংসদ আমাদের সাথে যোগাযোগ রাখছে। চমক শীঘ্রই আসতে চলেছে। তিন জন এলে বিজেপি হয়ে যাবে ২৩৭, ‘ইন্ডিয়া’ হয়ে যাবে ২৪০।“
সাকেত গোখলে
সাকেত গোখলে ছবি - সংগৃহীত
Published on

গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জল্পনা ছড়াচ্ছে বিজেপির কয়েকজন সাংসদ তৃণমূলের সঙ্গে সমন্বয় রাখছে। সেই জল্পনা আরও জোরালো করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। প্রকাশ্যেই তিনি দাবি করলেন, বাংলার তিন বিজেপি সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন।

মঙ্গলবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোষ্ট করে সাকেত লেখেন, “এখন বিজেপির সাংসদ সংখ্যা ২৪০। ‘ইন্ডিয়া’র (বিরোধী জোট) সাংসদ সংখ্যা ২৩৭। বাংলার তিনজন বিজেপির সাংসদ আমাদের সাথে যোগাযোগ রাখছে। চমক শীঘ্রই আসতে চলেছে। তিন জন এলে বিজেপি হয়ে যাবে ২৩৭, ‘ইন্ডিয়া’ হয়ে যাবে ২৪০।“ যদিও এই তিনজন বিজেপি সাংসদ কে, সে ব্যাপারে কিছু লেখেননি সাকেত।

অন্যদিকে, সাকেতের এই দাবির প্রসঙ্গে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, “স্বপ্ন দেখার অধিকার সবার রয়েছে। স্বপ্ন যে কেউ-ই দেখতে পারেন। তবে এমন কোনও সম্ভাবনা নেই।“

এর আগে এরকম একাধিক দলবদলের সাক্ষী থেকেছে বাংলা। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বহু তৃণমূল নেতা যেমন বিজেপিতে যোগ দিয়েছিলেন, তেমনি বিধানসভা নির্বাচনের পর এঁদের অধিকাংশেরই প্রত্যাবর্তন হয়েছে। এছাড়াও অনেক বিজেপি নেতার তৃণমূলে যোগ বা তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন বিভিন্ন সময়ে। এবার লোকসভা নির্বাচনের পরও সেরকম কোনও ঘটনা ঘটে কিনা সেটাই দেখার।

সাকেত গোখলে
শেয়ার বাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করা হয়েছে, মোদী-শাহের বিরুদ্ধে তদন্তের চেয়ে সেবির দ্বারস্থ TMC
সাকেত গোখলে
Murder: মুর্শিদাবাদে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী! রাজনৈতিক চক্রান্ত? তদন্তে পুলিশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in