SFI: নারী নিগ্রহের বিরুদ্ধে অভিনব উদ্যোগ, ‘তিলোত্তমা ড্রপবক্স’ চালু এসএফআইয়ের

People's Reporter: নিগ্রহ বা হেনস্থার যাবতীয় অভিযোগ ‘তিলোত্তমা ড্রপবক্স'-এ ফেলতে পারবেন ছাত্রীরা। জমা পড়া এই অভিযোগগুলো নির্দিষ্ট জায়গায় জানানো হবে বলে জানিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের নেতৃত্ব।
SFI: নারী নিগ্রহের বিরুদ্ধে অভিনব উদ্যোগ, ‘তিলোত্তমা ড্রপবক্স’ চালু এসএফআইয়ের
ছবি - প্রতীকী
Published on

আর জি কর কাণ্ডের পর নারী নিগ্রহের যেকোনও ঘটনায় কড়া অবস্থান নেওয়া হচ্ছে। তবুও থামছে না নারী নিগ্রহ। হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান - সর্বত্রই নারী নিগ্রহের খবর প্রায়শই প্রকাশ্যে আসছে। এই আবহে এবার এক অভিনব উদ্যোগ নিল সিপিআইএম ছাত্র সংগঠন এসএফআই। চালু করল ‘তিলোত্তমা ড্রপবক্স’। নিগ্রহ বা হেনস্থার যাবতীয় অভিযোগ লিখে এখানে ফেলতে পারবেন ছাত্রীরা।

শুক্রবার উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামের আচার্য প্রফুল্ল চন্দ্র বালিকা বিদ্যালয় ও রাজলক্ষী বালিকা বিদ্যালয়ের সামনে এই ড্রপবক্সের উদ্বোধন করলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। বাম ছাত্র সংগঠনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই উত্তর ২৪ পরগণার জেলা সম্পাদক আকাশ কর।

‘তিলোত্তমা ড্রপবক্স’ উদ্বোধন করে দেবাঞ্জন দে বলেন, ‘নির্যাতনের নানা ঘটনা সামনে আসছে প্রতিদিন। শরীর এবং মনের ওপর চিরকালীন অভিঘাত গড়ে দেওয়া ক্ষত তৈরী হয়ে যাচ্ছে ছাত্রীদের মনে। সংকোচ, ভয়, নিরাপত্তাহীনতা সংকুচিত করে দিচ্ছে মানসিক বিকাশ। সংশয় আর অবিশ্বাস গ্রাস করছে চারপাশের পরিবেশকে। বলবে কোথায় মেয়েগুলো?’

দেবাঞ্জন আরও বলেন, ‘তাই ডাকবাক্সের সন্ধান দিচ্ছে এসএফআই। মধ্যমগ্রামের প্রতিটা স্কুলগেটে ছাত্রীদের জন্য 'তিলোত্তমা কমপ্লেন বক্স' চালু করেছে এসএফআই মধ্যমগ্রাম ১ আঞ্চলিক কমিটি। শুরু হয়েছে দুটো স্কুল দিয়ে, আগামী সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে মধ্যমগ্রামের অন্যান্য স্কুলেও। রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ছড়িয়ে পড়বে এই ড্রপবক্স।’

এফএফআইয়ের নেতৃত্ব আরও জানিয়েছেন, শুধু নিগ্রহের কথা নয়। পড়াশোনার ক্ষেত্রেও যদিও পড়ুয়ারা কোনও সমস্যায় পড়ে, তবে সে কথাও এই ড্রপবক্সে জানাতে পারে। জমা পড়া এই অভিযোগগুলো নির্দিষ্ট জায়গায় জানানো হবে বলে জানিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের নেতৃত্ব।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in