অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআইয়ের জেরা এড়ালেন অনুব্রত মণ্ডল। ভোট পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে শুক্রবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিন্তু নিজের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেই হাজিরা তিনি এড়িয়ে গিয়েছেন বলে সূত্রের খবর।
বীরভূমের ইলামবাজারে গৌরব সরকার নামের এক বিজেপি কর্মীকে খুনের ঘটনার মামলায় নাম রয়েছে অনুব্রত মণ্ডলের। ২ মে অর্থাৎ বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন গৌরব সরকারকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠে। এই ঘটনায় অনুব্রত মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতার নাম জড়িয়েছে। ইতিমধ্যেই ইলামবাজার পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সহ অন্যান্য তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এবার তলব করা হয়েছে তৃণমূলের জেলা সভাপতিকে। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে সেই হাজিরা এড়ান তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন