RG Kar Hospital Case: 'উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছেলের নামে মিথ্যাচার' – দলের দিকেই আঙুল সৌমেন মহাপাত্রর

People's Reporter: ‘আরজি কর কাণ্ডে জড়িত তৃণমূলের এক প্রভাবশালীর পুত্র’ – এই মর্মে একটি পোষ্ট বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে পদবীর সঙ্গে মিলিয়ে প্রাক্তন মন্ত্রীর পুত্র বলে দাবি করছেন অনেকে।
বিধায়ক সৌমেন মহাপাত্র এবং তাঁর স্ত্রী সুমনা মহাপাত্র
বিধায়ক সৌমেন মহাপাত্র এবং তাঁর স্ত্রী সুমনা মহাপাত্র ছবি - সংগৃহীত
Published on

আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। একাধিক অভিযুক্তের জড়িত থাকার অভিযোগ তুলছেন আন্দোলনকারীরা। এই আবহে তাঁর ছেলেকে নিয়ে সমাজ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তাঁর নিজের দলের একাংশই এমন করছেন বলে অভিযোগ করেন বিধায়ক। এমনকি তাঁর উপর হামলারও আশঙ্কা করেছেন তিনি।

‘আরজি কর কাণ্ডে জড়িত তৃণমূলের এক প্রভাবশালীর পুত্র’ – এই মর্মে একটি পোষ্ট বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে পদবীর সঙ্গে মিলিয়ে তাঁকে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর পুত্র বলে দাবি করছেন অনেকে। এমনকি ঘটনার পর তিনি পলাতক বলেও দাবি করা হচ্ছে।

এই আবহে মঙ্গলবার নিজের বাড়িতে তাঁর স্ত্রী তথা পাঁশকুড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর সুমনা মহাপাত্রকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র। সাংবাদিক বৈঠকে তিনি জানান, “আমার ছেলের নাম বোধিসত্ত্ব মহাপাত্র, ২০১৭ সালে ডাক্তারি পড়া শেষ করেছে এসএসকেএম থেকে। বর্তমানে পাঁশকুড়ার পাঁশকুড়া-১ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ হিসাবে সে কর্মরত। তারপরেও ভুয়ো পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই কাজ করা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে।”

এবিষয়ে সৌমেনের স্ত্রী বলেন, ‘‘আমার পুত্রবধূ গর্ভবতী। যে দিন এই ঘটনা ঘটেছে, সেই দিন আমার ছেলে বোধিসত্ত্ব বৌমাকে নিয়ে কলকাতার একটি হাসপাতালে ইউএসজি করাতে গিয়েছিল।’’ এরপরেই সৌমেন এর জন্য সরাসরি দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি আরও বলেন, ‘‘দলেরই অনেকে আমাদের দীর্ঘ দিন ধরে টেনে নামানোর চেষ্টা করছে। কিন্তু এ ভাবে মানুষকে ছোট করা যায় না।’’

গোটা ঘটনায় আতঙ্কিত বিধায়ক। তিনি বলেন, “আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে দলে। নিজের বেতন থেকে সব কিছুই দলের জন্য উৎসর্গ করেছি। সেই আমাকেই কালিমালিপ্ত করতে আরজি কর-কাণ্ডের সঙ্গে আমার ছেলের ভুয়ো ছবি এবং নাম ব্যবহার করে একাধিক পোস্ট করা হচ্ছে।’’

তারপর দলের একাংশের দিকে ক্ষোভ উগরে দিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেন, “আমি জানতাম কাক কাকের মাংস খায় না। কিন্তু, এখানে এমন কেউ আছেন, যাঁরা আমার পিছনে ছুরি মারতে চাইছেন। আমার পরিবারকে টেনে রাস্তায় নামাতে চেষ্টা করছেন।’’

তিনি আরও বলেন, ‘‘সমাজমাধ্যমে ভুয়ো পোস্টের জেরে আমাদের পরিবারের উপর হামলা হতে পারে।’’ যদিও এ নিয়ে পুলিশে কোনও অভিযোগ জানাননি বিধায়ক। এর কারণ হিসাবে বিধায়ক জানান, “এই নিয়ে আমি পুলিশে কোনও অভিযোগ জানাতে চাই না। দলনেত্রীর উপর আমার আস্থা অমলিন। আশা করি, তিনিই এই সমস্যা সমাধানে উপযুক্ত পদক্ষেপ করবেন।”

বিধায়ক সৌমেন মহাপাত্র এবং তাঁর স্ত্রী সুমনা মহাপাত্র
মেয়েদের রাত দখলের কর্মসূচীতে যাবার ঘোষণা তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের, দলের অন্দরে শোরগোল
বিধায়ক সৌমেন মহাপাত্র এবং তাঁর স্ত্রী সুমনা মহাপাত্র
R. G. Kar: ‘চটিচাটা বুদ্ধিজীবী’ – আর জি কর হাসপাতালের গেটের বাইরে বিক্ষোভের মুখে অপর্ণা সেন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in