সন্দেশখালি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। নারী নির্যাতন, জমি লুঠ সহ একাধিক অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এই আবহে সন্দেশখালি ইস্যু নিয়ে বিস্ফোরক দাবি করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। যা নিয়ে শুরু তীব্র সমালোচনা শুরু হয়েছে। সৌগতর দাবি, “সন্দেশখালিতে মহিলাদের উপর কোনও অত্যাচারই হয়নি। অত্যাচারের কোনও প্রমাণ নেই।”
শুক্রবার খড়দায় সভা করতে যান তৃণমূলের প্রবীণ নেতা সৌগত রায়। সেখানে সাংসদ বলেন, “সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের কোনও ঘটনা ঘটেনি। ঘটলে প্রমাণ থাকত। যদি কিছু ঘটেও থাকে, সেক্ষেত্রে মমতার পুলিশ গ্রেপ্তার করেছে। শাহজাহান, শিবু, উত্তমদের রাজ্য পুলিশই গ্রেপ্তার করেছে। সিবিআই বা ইডি নয়।”
সৌগত রায়ের এই দাবি ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেন, “অধ্যাপক সৌগত রায় নারদ কাণ্ডে হাতে টাকা নিয়ে থ্যাঙ্ক ইউ বলেছিলেন। দুষ্কৃতীরা তৃণমূলের, কিছু বললে ওরা ওকে বিপদে ফেলবে, তাই উনি দুষ্কৃতীদের হয়ে কথা বলছেন।”
বিজেপি নেতা সজল ঘোষও সৌগত রায়ের সমালোচনায় করে বলেন, “দলের ভেতরেই অনেকে চাইছেন না সৌগতবাবু ফের সাংসদ হন। কিন্তু প্রার্থী পদটা ওঁর জরুরি, তাই আবার তোষামোদ শুরু করেছেন।”
এর কয়েকদিন আগেও সন্দেশখালি নিয়ে মুখ খুলেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সেসময় সন্দেশখালিতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সংবাদ মাধ্যমের তৈরি বলে দাবি করেছিলেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন