বন্দুক হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলায়। ওই নেতা অবশ্য নিজেই ওই ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে যে, চেয়ারে বসে বন্দুক তাক করে আছেন তৃণমূল নেতা গোলাম সিরাজুদ্দিন আলি। তিনি মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা। যদিও বন্দুকটি দিয়ে পাখি মারা হয়, এই বলে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেন তৃণমূল নেতা ও নেতৃত্ব। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় শাসকদলের অস্বস্তি বেড়েছে।
সিরাজুদ্দিনকে এলাকায় পুকালু খান নামে পরিচিত। ফেসবুকেও তাঁর নাম সেটাই। তিনি নিজেই তাঁর ফেসবুক পেজে ছবিটি পোস্ট করায় বিতর্ক আরও দ্রুত ছড়িয়েছে। একজন রাজনৈতিক নেতা হয়ে তিনি কীভাবে এই ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও তিনি সাফাই গেয়েছেন যে, এটা নেহাতই পাখি মারার বন্দুক।
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে বলে কটাক্ষ করেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, 'পুর নির্বাচনে রাজ্যের প্রতিটি জায়গায় তৃণমূল গুন্ডারাজ চালিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে জেতার জন্য এখন থেকেই তৃণমূল নেতারা আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছেন।'
তবে পুকালু খানের সাফাই, 'ওটা পাখি মারার বন্দুক ছিল। শখ করে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম। বিজেপি বন্দুক চেনে না। তাই ওরা এটাকে একে-৪৭ বলে দিতে পারে। তারা তৃণমূলের বদনাম করতে চায়।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন