হঠাৎই সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অর্পিতা ঘোষ। রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর কাছে বুধবার নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন অর্পিতা ঘোষ। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভার সচিবালয় থেকে জারি করা এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
তৃণমূলের টিকিটে ২০২০ সালে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন অর্পিতা ঘোষ। ২০২৬ সাল পর্যন্ত তাঁর সাংসদ পদের মেয়াদ ছিল। সময়ের এতো আগে আচমকা এই ইস্তফায় হতবাক গোটা রাজনৈতিক মহল।
তবে তৃণমূলের অন্দরের একটি সূত্র মারফত জানা গেছে, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন অর্পিতা ঘোষ। সাংসদ হিসেবে তাঁর কাজে খুশি ছিল না দল। এবার অন্য কাজে লাগানো হবে তাঁকে।
নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে পরিচিতি পান নাট্যকর্মী অর্পিতা ঘোষ। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বালুরঘাট থেকে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হেরে যান। এরপর ২০২০ সালে রাজ্যসভার সাংসদ করে সংসদে পাঠায় তাঁকে তৃণমূল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন