টর্নেডো! এক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল সুন্দরবনের একটি অংশ

সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা এখনও যশের ঘা শুকোতে না শুকোতে বসিরহাট মহকুমা সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকে সাহাপুরে টর্নেডো আছড়ে পড়লI
টর্নেডো! এক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল সুন্দরবনের একটি অংশ
নিজস্ব চিত্র
Published on

সুন্দরবনের টর্নেডো লন্ডভন্ড হয়ে গেল সুন্দরবনের একটি অংশ, এক মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রচুর ঘরবাড়ি। রাস্তার উপর ভেঙ্গে পড়েছে বিদ্যুতের খুঁটি বড় বড় গাছের ডাল, উড়ে এসেছে বাড়ির ছাদের এডবেস্টার ও টিন, আতঙ্কে সুন্দরবনবাসী।

বসিরহাট মহকুমা সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকে সাহাপুরে টর্নেডো আছড়ে পড়লI সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় এখনও যশের ঘা শুকায়নি। এরইমধ্যে এক মিনিটের টর্নেডো ঝড়, হাফ কিলোমিটার এরিয়া জুড়ে আছড়ে পড়ল l গতকাল মঙ্গলবার রাত্রিবেলা হঠাৎই ১ মিনিটের টর্নেডো ঝড় হিঙ্গলগঞ্জ থানা এবং বৈদ্যুতিক সাবস্টেশন ও এলাকার প্রায় কুড়িটি বাড়ি ভেঙে দিয়ে যায় l গাছ ও বৈদ্যুতিক খুঁটি রাস্তার উপরে পড়ে রাস্তা অবরোধ l

নিজস্ব চিত্র

হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের জয়েন্ট ভিডিও ওম প্রকাশ গুপ্তা ঘটনাস্থলে পৌঁছান এবং যুদ্ধকালীন তৎপরতায় দ্রুত হাসনাবাদ লেবুখালী সড়ক পরিষ্কার করানোর কাজে নেমে পড়েনl আবহাওয়া দপ্তরের কোনরকম আভাস না থাকায় এলাকার সাধারণমানুষ এই টর্নেডো ঝড়ে হতভম্ব ভীত হয়ে পড়েন।

আজ বুধবার সকাল থেকে রাস্তার উপরে গাছ ভেঙে পড়া সেগুলোকে সরানো শুরু হয়েছে পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িগুলি নামের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের একদিকে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা অন্যদিকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

নিজস্ব চিত্র

প্রত্যক্ষদর্শী বিপ্লব কুমার দাস বলেন, 'গতকাল রাতে এক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় হিঙ্গলগঞ্জ এর একটি অংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর গাছগাছালি রাস্তার উপরে পড়ে আছে, বিদ্যুতের খুঁটি তার বড় বড় গাছ, বাড়ির অ্যাসবেস্টস, ছাদের টিন উড়ে এসে রাস্তায় পড়েছে। প্রশাসনের তরফ থেকে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগানো হয়েছে, আমরা এখনও আতঙ্কের মধ্যে রয়েছি।'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in