আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে শহর থেকে গ্রাম - সমাজের সর্বস্তরের সাধারণ মানুষরা পথে নেমেছেন। সকলের দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। কিন্তু এই আবহেই শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে লাগাতার প্রতিবাদীদের হুমকি দিয়ে যাবার অভিযোগ উঠেছে। এবার অশোকনগর পুরসভার তৃণমূল নেতা অতীশ সরকার প্রতিবাদীদের মা-বোনেদের ছবি বিকৃত করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে এরকমই ছবি দেখা গেছে। ওই ভিডিও অনুসারে অশোকনগরের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অতীশ সরকার ওরফে ঝঙ্কু প্রতিবাদীদের উদ্দেশ্যে হুমকি দিচ্ছেন। (সেই ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)
ভিডিওতে ওই তৃণমূল নেতাকে বলতে দেখা যায়, "মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে গালাগালি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোঁস করতেই। আমরা যদি ফোঁস করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে কুৎসা সাজিয়ে যদি টাঙিয়ে দিয়ে আসি, দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না"।
তিনি আরও বলেন, "সকালবেলা উঠে দেখবেন আপনার বাড়িতে গিয়ে আপনার মা, বোনকে বিকৃত ছবি করে দরজায় টাঙিয়ে দিয়ে আসব। সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি পাড়ায় পাড়ায় সন্ধ্যে-সকাল বেলায় একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরোতে?"
ওই তৃণমূল নেতাকে বামপন্থী শিক্ষকদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিতে দেখা গেছে। তিনি বলেন, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কিছু শিক্ষক-শিক্ষিকা বাম আমলে চাকরি পেয়েছিলেন। সেইসময় তাঁরা প্যারা টিচার হিসেবে যুক্ত হয়েছিলেন। মাইনা ছিল আড়াই থেকে তিন হাজার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনাদের সাম্মানিক দিয়েছেন। সেই সমস্ত প্যারা টিচার সিপিআইএম-র হয়ে কিছু পোস্টার নিয়ে রাস্তায় ছাত্রছাত্রীদের জোর করছেন মিছিলে যেতে। যখন অভিভাবকরা আপনাদের ঘেরাও করবে তখন সামলাতে পারবেন তো?"
তৃণমূল নেতার মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক্স মাধ্যমে তিনি লেখেন, "মুখ্যমন্ত্রীর নিদানের পরই তৃণমূলের 'গুণধর' লুম্পেন বাহিনীর ভাষণ শুনুন! অন্যায়ের প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের বাড়ির মা-বোনদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাউন্সিলরের স্বামী। রাজ্যের মহিলাদের সম্পর্কে এদের বক্তব্যে যেভাবে অতি নিম্ন রুচি, কুশিক্ষার পরিচয় উঠে আসছে সেটা রাজ্যের জন্য শুধু নয় সমাজের পক্ষেও বিপজ্জনক। বাংলার মাতৃশক্তি এর ঠিক জবাব দেবেন। এ রাজ্য থেকে তৃণমূলের বিসর্জন নিশ্চিত।
যদিও দ্রুত ওই দলীয় নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে তৃণমূল। সোমবার দুপুর ১১টা ৫৫ মিনিটে এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, "অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার যে দলীয় নেতা প্রতিবাদী মা-বোনদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, এই আচরণের নিন্দা করছে দল। এবং তাঁকে চিহ্নিত করে দল এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন