WB By Poll Results: উপনির্বাচনে বিরোধীদের ৬ গোল তৃণমূলের! মাদারিহাট হাতছাড়া বিজেপির, বামেরা শূন্যই

People's Reporter: ৬টি বিধানসভা উপনির্বাচনের সবক'টি আসনেই জয়ী হল তৃণমূল। এমনকি ২০২১ বিধানসভায় বিজেপির জেতা আসন মাদারিহাটেও ফুটলো জোড়া ফুল।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

রাজনীতির ময়দানে বিরোধীদের ৬ গোল দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ৬টি বিধানসভা উপনির্বাচনের সবক'টি আসনেই জয়ী হল তৃণমূল। এমনকি ২০২১ বিধানসভায় বিজেপির জেতা আসন মাদারিহাটেও ফুটলো জোড়া ফুল।

তালডাংরা, নৈহাটি, মাদারিহাট, হাড়োয়া, সিতাই এবং মেদিনীপুরে বিধানসভা উপনির্বাচন হয়। আরজি কর কাণ্ডের পর উপনির্বাচনে জয় পাওয়াটা বেশ চ্যালেঞ্জের ছিল তৃণমূলের কাছে। যদিও শাসকদলের নেতারা প্রথম থেকেই দাবি করেন ৬-০ ব্যবধানে তৃণমূল জিতবে। সেটাই সত্যি হল।

তালডাংরা -

তালডাংরা আসনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু ৩৪০৮২ ভোটে পরাজিত করলেন বিজেপি প্রার্থী অর্চনা রায় চক্রবর্তীকে। এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দেবকান্তি মহান্তি ১৯৪৩০ ভোট পেয়ে তৃতীয় স্থানে শেষ করেছেন।

২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটের জয়ী হয়েছিলেন বর্তমান তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। ৯২ হাজার ২৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তিনি তিনি। ২০২৪ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হয়েছেন অরূপ চক্রবর্তী। সেই কারণে এখানে উপনির্বাচন করতে হয়।

মাদারিহাট -

এই আসনটি ছিল বিজেপির দখলে। ২০২১ সালে ২৯ হাজার ৬২৫ ভোটে জয়ী হন বিজেপির মনোজ টিগ্গা। ২৪-এর লোকসভা নির্বাচনে লড়াই করে সাংসদ নির্বাচিত হন মনোজ। তাই উপনির্বাচন হয়। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল ভোট পেয়েছিল ৬১ হাজার ৩৩টি। শতাংশের হিসেবে যা ৩৬.৫৬%। সেখানে উপনির্বাচনে ২৮,১৬৮ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। বিজেপি প্রার্থী রাহুল লোহার মোট ভোট পেয়েছেন ৫১০৫৮টি।

হাড়োয়া -

এই কেন্দ্রে ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে শেষ করেছেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ২৫ হাজার ৬৮৪। বিজেপি প্রার্থী বিমল দাস পেয়েছেন ১৩,৫৭০টি ভোট।

২০২১ হাড়োয়া বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন প্রয়াত তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম। ৫৭.৩৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তিনি। তিনি সাংসদ নির্বাচিত হওয়ায় আসনটি ফাঁকা হয়ে যায়।

নৈহাটি -

তৃণমূল প্রার্থী সনৎ দে ৪৯২৭৭ ভোটে জয়ী হয়েছেন নৈহাটি কেন্দ্রে। তিনি মোট ভোট পেয়েছেন ৭৮,৭৭২টি। বিজেপি প্রার্থী রূপক মিত্র পেয়েছেন ২৯,৪৯৫টি ভোট এবং সিপিআই (এম এল) -র প্রার্থী দেবজ্যোতি মজুমদার পেয়েছেন ৭৫৯৩টি ভোট।

২০২১ বিধানসভা নির্বাচনে নৈহাটি কেন্দ্রে ১৮,৮৫৫ ব্যবধানে জয়ী হন টিএমসি সাংসদ পার্থ ভৌমিক। চব্বিশের লোকসভা নির্বাচনে অর্জুন সিং কে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন তিনি। সেই কারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হয়।

সিতাই -

সিতাই কেন্দ্রটি তৃণমূলেরই ছিল। ২০২১ বিধানসভা নির্বাচনে ১ লক্ষ ১৭ হাজার ৯০৮টি ভোট পেয়ে জয়ী হন জগদীশচন্দ্র বসুনিয়া। কিন্তু ২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটের সাংসদ হওয়ার কারণে এই আসনটি ফাঁকা হয়ে যায়।

উপনির্বাচনে ১ লক্ষ ৩০ হাজার ৬৩৬ ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। বিজেপি প্রার্থী দীপক কুমার রায় ৩৫,৩৪৮টি ভোট পেয়েছেন। কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ পেয়েছেন ৯১৭৭টি ভোট।

মেদিনীপুর -

এই কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। ৩৩,৯৬৬ ভোটে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়কে পরাজিত করেছেন তিনি। মেদিনীপুর কেন্দ্রে ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া ২৪,৩৯৭টি ভোটের জয়ী হয়েছিলেন। তিনিও ২৪-এর লোকসভা নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ায় উপনির্বাচন হয় আসনটিতে।

প্রতীকী ছবি
Dilip Ghosh: রাজনীতি থেকে অবসর নিচ্ছেন দিলীপ ঘোষ? জল্পনা বাড়ল তাঁরই মন্তব্যে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in