পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্য ব্লকের হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। নিজের ফেসবুক ওয়ালেই ব্লক সভাপতিদের উদ্দেশ্যে সেই বার্তাই দিয়েছেন। যা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি।
বিরোধীরা প্রথম থেকেই অভিযোগ করে আসছে তৃণমূলের অত্যাচার নিয়ে। তাদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ থেকে বুথ স্তর পর্যন্ত বিরোধী শূন্য করার চেষ্টা করছে শাসক দল। যার জন্য বিরোধী প্রার্থীদের ক্রমাগত ভয় ও হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। তৃণমূল বরাবরই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। তবে এবার খোদ রাজ্যের মন্ত্রী বিরোধী শূন্য করার দাবি জানালেন।
বুধবার উদয়ন গুহ ফেসবুকে লেখেন, "দীপক ভট্টাচার্য সহ ১২ অঞ্চল সভাপতি,অন্যান্য নেতাদের কাছে আমার দাবি বিরোধী শূন্য ব্লক চাই"। বামেদের তরফ থেকে বলা হয়েছে, আমরা তো প্রথম থেকেই বলে আসছি তৃণমূল চায় কোথাও যেন কোনো বিরোধী না থাকে। বামেরা তো শূন্য তাহলে ওদের এতো ভয় কীসের? এইসব করে মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করছে। মানুষের গণতান্ত্রিক অধিকার লুঠ করার চেষ্টা করছে শাসক দলের নেতারা। ওরা জানে শান্তিপূর্ণ নির্বাচন হলে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করবে।
যদিও ফেসবুক পোস্টের ব্যাখ্যা দিয়ে উদয়ন বলেন, মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে মানুষ ভোট দেয়। তাই বলা যেতেই পারে বিরোধীরা একটিও আসন পাবে না। সেই জন্যই এটা লিখেছি। এটা আমার অন্যায় বলে মনে হয় না। আর নির্বাচনে লড়াইয়ের জন্য সমস্ত কর্মীদের কিছু কথা বলে উজ্জীবিত করতেই হয়। তাঁরা কীভাবে কাজ করবেন সব আমাদের ঠিক করে দিতে হয়। এবার বিরোধীরা যদি অন্য কোনো মানে খোঁজেন সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন